হাজীগঞ্জ সাব-রেজিস্ট্রী অফিসে শোক দিবস পালিত

হাজীগঞ্জ সাব-রেজিস্ট্রী  অফিসের আয়োজনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহদাৎবার্ষিকী ও জাতীয় শোক পালিত হয়েছে।

সোমবার (১৫ আগস্ট) সকালে অফিস কক্ষে আলোচনা সভা, মিলাদ ও দোয়া অনুষ্ঠানের মধ্যে দিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদতবার্ষিকী অনুষ্ঠিত হয়।

পবিত্র কোরআন তেলোয়াত করেন সাব-রেজিষ্টি অফিস মসজিদের মোয়াজ্জেম হাফেজ তৌহিদুল ইসলাম।

সাব-রেজিস্ট্রার মো. রফিক উদ্দিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব সৈয়দ আহমেদ খসরু, দলিল লিখক সমিতির সভাপতি আলহাজ্ব আব্দুল গাফফার, সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. বিল্লাল হোসেন, দলিল লিখক শাহদাৎ হোসেন ভুট্রো, মো. কাউছার হামিদ, বাসু দেব, শাহাবউদ্দিন,  নকল নবীশ আমেনা আক্তার নাছরিন।

ওই সময় হাজীগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. দেলোয়ার হোসেন, সহকারী প্রধান শিক্ষক মো. আকবর হোসেন, দলিল লিখক মো. মোস্তফা কামাল, মো. মুনছুর আহমেদ বিপ্লবসহ সাব-রেজিষ্টি অফিসের কর্মকর্তা, দলিল লিখক ও নকল নবীশগন উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে মিলাদ ও দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন হাফেজ তৌহিদুল ইসলাম। পরে সকলের মাঝে তাবারুক বিতরণ করা হয়।

প্রতিবেদক: জহিরুল ইসলাম জয়, ১৫ আগস্ট ২০২২

Share