Home / উপজেলা সংবাদ / হাজীগঞ্জ / হাজীগঞ্জ সাদ্রা দরবার শরীফের পীরসাহেবের ইন্তেকাল
Sadra hozor
ফাইল ছবি

হাজীগঞ্জ সাদ্রা দরবার শরীফের পীরসাহেবের ইন্তেকাল

চাঁদপুরের ৪০ গ্রামে সৌদি আরবের সাথে মিল রেখে চাঁদ দেখার ওপর নির্ভর ইসলামি শরীয়াতের সকল ধর্মীয় উৎসব পালনের প্রবক্তা হাজীগঞ্জের ৭নং বড়কূল পশ্চিম ইউনিয়নের সাদ্রা দরবার শরীফের বড় পীর মাও. আবু জফর মোহাম্মদ আব্দুল হাই আর নেই (ইন্না…রাজিউন)।

শুক্রবার (১১ আগস্ট) বাদ জুমা নিজ বাড়িতে স্বাভাবিক অবস্থায় ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল প্রায় ৭০ বছর। শনিবার (১২ আগস্ট) বেলা ২ টায় সাদ্রা দরবার শরীফে অনুষ্ঠিত হবে।

এদিকে সাদ্রা দরবার শরীফের পীর মাও.আবু জফর মোহাম্মদ আব্দুল হাইয়ের মৃত্যুর খবর শুনে বিভিন্ন এলাকার দূর-দূরান্তের ভক্তবৃন্দ দরবার শরীফে ভিড় জমাতে দেখা যায়।

শুক্রবার বাদ আছর হইতে হাজীগঞ্জ তথা আশে-পাশের এলাকায় ভিন্ন ভিন্ন অবস্থায় মহুরুমের মৃত্যুর খবর মাইকে প্রচারণা করতে দেখা যায়। খবর পেয়ে বড়কূল পশ্চিম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনির হোসেন গাজীসহ দূর-দূরান্তের বিশিষ্ট ব্যক্তিবর্গ দরবার শরীফে ছুটে যান।

দরবার শরীফে হাজার হাজার বক্তবৃন্দ অশ্রসজল চোঁখে কান্নায় ভেঙ্গে পড়েন আবার কেউ কেউ দরবার শরীফের হুজুরের জন্যে কোরান তেলাওয়াত পড়তে দেখা যায়।

প্রসঙ্গত, সাদ্রা দরবার শরীফের আওতাধীন মসজিদ, মাদ্রাসাসহ বিভিন্ন ধর্মীয় পাঠাগার স্থাপনে বড় পীর মাও.আবু জফর মোহাম্মদ আব্দুল হাই সাহেবের বিশেষ অবদান রয়েছে।

এছাড়াও প্রতিবছর সৌদি আরবের সাথে মিল রেখে সাদ্রা দরবার শরীফের আওতায় কয়েক গ্রামের মানুষ রোজা ও ঈদ উদযাপন করে আসছে বলে জানা যায়।

প্রতিবেদক- জহিরুল ইসলাম জয়
: আপডেট, বাংলাদেশ ৯: ০০ পিএম, ১১ আগস্ট ২০১৭, শুক্রবার
ডিএইচ

Leave a Reply