হাজীগঞ্জে সাংবাদিকদের সাথে বিএনপি নেতা লিটনের মতবিনিময়
চাঁদপুর জেলা বিএনপির সদস্য ও হাজীগঞ্জ-শাহরাস্তি নির্বাচনী আসনে সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী মিজানুর রহমান লিটন হাজীগঞ্জ প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন। এসময় তিনি মাদক, সড়ক সংস্কার, ময়লা আবর্জনাসহ সমাজের বিভিন্ন অসংগতি তুলে ধরার আহবান জানান তিনি। ১ অক্টোবর বুধবার সন্ধ্যায় হাজীগঞ্জ বাজারস্থ গাউছিয়া হাইওয়ে চাইনিজ রেস্টুরেন্টে হাজীগঞ্জ প্রেসক্লাব সাধারণ সম্পাদক এনায়েত মজুমদারের সঞ্চালনায় সভাপতিত্ব করেন হাজীগঞ্জ প্রেসক্লাব সভাপতি খালেকুজ্জামান শামীম।
এসময় বিএনপি নেতা মিজানুর রহমান লিটন বলেন, একটি পরিচ্ছন্ন হাজীগঞ্জের স্বপ্ন দেখি আমি। বর্তমানে প্রশাসনে আওয়ামী প্রেতাত্মাদের কারনে মহাসড়ক সহ রাস্তাঘাটের বেহাল দশা। প্রশাসন হাজীগঞ্জ বাজার, চৌরাস্তা এবং ড্রেনেজ ব্যবস্থায় দূর্ভোগ লাগবে জরুরী ব্যবস্থা নিতে হবে। আমাদের দল ক্ষমতায় না থাকলেও আমরা জনগণের জন্য রাজনীতি করি। তাই হাজীগঞ্জ উপজেলার সকল সড়কগুলো দ্রুত সংস্কারের ব্যবস্থা করতে হবে।
তিনি আরও বলেন, হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিচ্ছন্নতা না থাকায় রোগীরা ভুক্তভোগী। অপরিচ্ছন্ন পরিবেশের কারণে রোগীরা আরও বেশি অসুস্থ হয়ে পড়ছে। হাজীগঞ্জ পৌর প্রশাসককে উদ্দেশ্য করে বলেন, পৌরসভার ডাম্পিং ব্যবস্থা দ্রুত নিতে হবে। না হলে শীঘ্রই মানববন্ধন সহ কঠোর কর্মসূচীতে সড়কে নামা হবে। বাজারের দোকানের সামনে ড্রাম স্থাপন করতে হবে। মহাসড়কের মাঝখানে যেনো ময়লা এসে না পড়ে এই বিষয়ে পৌরসভার ব্যবস্থা নিতে হবে। রাজনৈতিক নেতৃবৃন্দকে উদ্দেশ্যে তিনি বলেন, শুধু মিছিল মিটিংয়ে সীমাবদ্ধ না থেকে ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা জনগণের ভোগান্তি লাঘবে নিজ উদ্যোগে কাজ করতে হবে। কর্মসূচী দিয়ে জনসম্পৃক্ততা বাড়াতে হবে।
মতবিনিময়ে হাজীগঞ্জ প্রেসক্লাব সহ-সভাপতি মোহাম্মদ সাইফুল ইসলাম, মো: মেহেদী হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক পাপ্পু মাহমুদ, সাংগঠনিক সম্পাদক মো: মনজুর আলম পাটওয়ারী, অর্থ সম্পাদক মোহাম্মদ হাবীব উল্লাহ্সহ অন্যান্য সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রতিবেদক: জহিরুল ইসলাম জয়/ ২ অক্টোবর ২০২৫