হাজীগঞ্জ ৫ নং সদর ইউনিয়ন পরিষদে ২৩৬ জন বিজিডি কার্ডের চাল বিতরণ করা হয়। ২৮ মে রবিবার ইউনিয়ন পরিষদে ভিজিডি কার্ডধারীদের মাঝে ৩০ কেজি ওজনের বস্তায় উক্ত চাল বিতরণ শুরু হয়।
এসময় উপস্থিত থেকে চাল বিতরণ করেন, সদর ইউনিয়নের চেয়ারম্যান মো. ইউসুফ প্রধানীয়া সুমন, সচিব মোঃ সোলেমান মিয়া, হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির প্রচার সম্পাদ প্রার্থী কাউসার হোসেনসহ পরিষদের সদস্যবৃন্দ।
সদর ইউনিয়ন পরিষদের ৯ টি ওয়ার্ডের বিজিডি কার্ডের বই দেখে পরিষদের দায়িত্বরতরা সঠিক ভাবে চাল বিতরণ করতে দেখা যায়। অতীতের চেয়ে চাউলের বস্তা ও ওজন সঠিক পেয়ে কার্ডধারী নারী পুরুষরা চেয়ারম্যান ও সরকারের প্রশংসা করেন।
পরিষদের চেয়ারম্যান ইউসুফ প্রধানীয়া সুমন বলেন, সঠিক সময়ে চাল উত্তোলন করে পরিষদে রাখা হয়। যার যার সুবিধা অনুযায়ী পরেও যারা আসে তাদেরকে দেওয়া হয়। চাল বিতরণ সম্পন্ন করা পর্যন্ত নিজ হাতে চাল বিতরণের চেষ্টা করে আসছি।
প্রতিবেদক: জহিরুল ইসলাম জয়, ২৮ মে ২০২৩
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur