হাজীগঞ্জ সড়কে বিচ্ছিন্ন হাত রেখে হাসপাতালে চিকিৎসা নেয় কিশোর
চাঁদপুর কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের হাজীগঞ্জ কৈয়ারপুল নামক স্থানে ঘটে চাঞ্চল্যকর এক ঘটনা। সড়ক দুর্ঘটনায় মো. রিহান খাঁন নামে কিশোরের এক হাত বিচ্ছিন্ন অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। ২৪ নভেম্বর সোমবার বিকালে চাঁদপুরের বহরিয়া এলাকার হোসেন খানের ছেলে সিএনজি যোগে যাওয়ার পথে হাত বাহিরে রাখলে এ দুর্ঘটনা ঘটে। সেই পথে দুটি সিএনজি চালিত অটোরিকশার সংঘর্ষে রিহানের হাত বিচ্ছিন্ন হয়।
হাজীগঞ্জ পূর্ব বাজারের কাঠগোলা ফার্নিচার ব্যবসায়ী আরমান তালুকদার হৃদয় দুর্ঘটনার সময় হাতটি সড়কের মাঝখান থেকে সড়কের পাশে সরিয়ে সংরক্ষণ করেন এবং ৯৯৯-এ ফোন দিয়ে পুলিশকে জানান। পরে পুলিশ ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তারা হাতটি সংগ্রহ করে ঢাকা পিজি হাসপাতালে পাঠান।
এদিকে স্থানীয়রা জানান, আরমান তালুকদার হৃদয় নামের ঐ যুবক যদি তাৎক্ষণিক হাতটি সংরক্ষণ না করতেন, তাহলে সড়কের ওপরে শত শত গাড়ির চাকায় পিষ্ট হয়ে সড়কেই মিশে যেতো মানব কিশোরের হাতটি। আজকের যুগে কেউ কোনো ঘটনায় জড়িত না হয়ে সবাই এড়িয়ে চলে, অথচ হৃদয়ের এমন মানবিকতায় হয়তো রক্ষা পাবে রিহানের বিচ্ছিন্ন হওয়া হাতটি।
হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মহিউদ্দিন ফারুক জানান, একটি সিএনজি চালিত অটোরিকশার সাথে আরেকটি সিএনজি চালিত অটোরিকশার পাশাপাশি ঘর্ষণে কিশোরের হাতটি বিচ্ছিন্ন হয়েছে বলে জানতে পেরেছি।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আহমেদ তানভীর হাসান বলেন, আহত কিশোর ও তার বিচ্ছিন্ন হাতটি ঢাকা পিজি হাসপাতালে রেফার করা হয়েছে। ভালো চিকিৎসা পেলে এটি জোড়া লাগানো সম্ভব।
প্রতিবেদক: জহিরুল ইসলাম জয়/
২৪ নভেম্বর ২০২৫