আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) আসনে ৯ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
শনিবার (২৭ ডিসেম্বর) পর্যন্ত সহকারী রিটার্নিং অফিসার কার্যালয় হাজীগঞ্জ থেকে ৭ জন ও শাহরাস্তি থেকে ২ জন প্রার্থী নিজ নিজ ও প্রতিনিধির মাধ্যমে তাদের মনোনয়নপত্র সংগ্রহ করেন। আগামিকাল সোমবার, ২৯ ডিসেম্বর মনোনয়নপত্র সংগ্রহ ও দাখিলের শেষ দিন।
ইতিমধ্যে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন তারা হলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনিত ‘ধানের শীষ’ প্রতীকের প্রার্থী ইঞ্জি. মমিনুল হক, বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনিত ‘দাঁড়িপাল্লা’ প্রতীকের প্রার্থী অধ্যাপক মাও. আবুল হোসাইন, ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনিত ‘হাতপাখা’ প্রতীকের প্রার্থী আলহাজ্ব মোহাম্মদ আলী পাটওয়ারী, জাতীয় পার্টি মনোনিত ‘লাঙ্গল’ প্রতীকের প্রার্থী মির্জা গিয়াস উদ্দিন।
মনোনয়নপত্র সংগ্রহ করেন, ইসলামিক ফ্রন্টের চেয়ারম্যান ‘চেয়ার’ প্রতীকের প্রার্থী আল্লামা সৈয়দ মুহাম্মদ বাহাদুর শাহ মোজাদ্দেদী, লিবারেল ডেমোক্র্যাটিক পার্টি এলডিপি মনোনিত ‘ছাতা’ প্রতীকের প্রার্থী ড. নেয়ামুল বশির, ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ মনোনিত ‘আপেল’ প্রতীকের প্রার্থী মাহমুদ হাসান নয়ন, স্বতন্ত্র প্রার্থী বাংলাদেশ ইউনাইটেড পার্টির বিইউপির চেয়ারম্যান জাকির হোসেন প্রধানীয়া ও বিএনপির মনোনয়ন প্রত্যাশী জেলা বিএনপির সদস্য ব্যারিস্টার মোহাম্মদ কামাল উদ্দিন।
মনোয়নপত্রের সংগ্রহের বিষয়টি সহকারী রিটার্নিং অফিসার ও হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং সহকারী রিটার্নিং অসিফার ও শাহরাস্তি উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় থেকে নিশ্চিত করা হয়েছে।
প্রতিবেদক: জহিরুল ইসলাম জয়
২৮ ডিসেম্বর ২০২৫
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur