হাজীগঞ্জ

‘হাজীগঞ্জ-শাহরাস্তিতে আ’লীগের কার্যক্রম হযবরল’

বিদ্যুৎ ও খনিজ সম্পদ মন্ত্রণালয় জাতীয় পাওয়ার সেলের মহা-পরিচালক ইঞ্জি. মোহাম্মদ হোসেন বলেছেন, বর্তমানে হাজীগঞ্জ-শাহারাস্তিতে হযবরল অবস্থায় আওয়ামী লীগের কার্যক্রম চলছে। এভাবে আগামি দিনে চলতে দেওয়া যাবে না।’

রোববার (৪ মে) হাজীগঞ্জ উপজেলার গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়নের আহম্মদপুর গাউছিয়া হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে ইফতারপূর্ব আলোচনা সভার প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

স্থানীয় রাজনীতিতে সক্রিয় এ নেতা বলেন, ‘এখন থেকে আওয়ামী লীগের বঞ্চিত নেতাকর্মীরা এক হয়ে কাজ করতে হবে এবং দলের বিতরে যে সকল লোভী নেতা রয়েছে তাদেরকে প্রতিহত করার সময় এসেছে।’

বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও বর্তমান উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক আব্দুর রশিদ মজুমদার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ¦ হেলালউদ্দিন মিয়াজী, সহ-সভাপতি জাকির হোসেন মিয়াজী,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হারুনুর রশিদ মুন্সী, হাজীগঞ্জ ডিগ্রি কলেজের অধ্যাপক ও আওয়ামীলীগ নেতা মো. সেলিম মিয়া, পৌর আওয়ামীলীগের যুগ্ন-সাধারন সম্পাদক মুন্সী মোহাম্মদ মনির, গন্ধর্ব্যপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি কাজী নরুল হক বেলাল,ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতা রফিকুল ইসলাম,সাবেক চেয়ারম্যান ইউনুছ মিয়া, ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহিনুর রহমান, আওয়ামী লীগ নেতা গাজী ওলিউল্ল্যাহ, উপজেলা ছাত্রলীগের সভাপতি এবায়েদুর রহমান খোকন প্রমুখ।

জহিরুল ইসলাম জয়
আপডেট, বাংলাদেশ সময় ১০: ৫০ পিএম, ৪ জুলাই ২০১৭, রোববার
ডিএইচ

Share