হাজীগঞ্জ

হাজীগঞ্জ রামপুর বাজারে তিন ব্যবসা প্রতিষ্ঠানে আগুন

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার কালচোঁ ইউনিয়নের রামপুর বাজারে শুক্রবার (২২ ডিসেম্বর ) রাতে তিন ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে গেছে।

রামপুর বাজারের ইমরান বেডিং স্টোরে অগ্নিকান্ডের সূত্রপাত ঘটে।

ওইসময় পার্শ্ববর্তী স্টার টেইলার্স ও আল নুর বেডিং স্টোরের মালামাল পুড়ে গেছে। স্থানীয় বাসিন্দা ও ফায়ার সার্ভিসের দমকল বাহিনীর চেষ্টায় বাজারের অন্যান্য ব্যবসা প্রতিষ্ঠান গুলো ক্ষয়-ক্ষতি থেকে রক্ষা পায়।

ক্ষতিগ্রস্ত আল নূর বেডিং স্টোরের মালিক জহির ও ইমরান বের্ডিং স্টোরের সুমন জানান, অগ্নিকান্ডে তাদের প্রায় পাঁচ লাখ টাকার ক্ষতি হয়েছে।

রামপুর বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক এসএম মানিক বলেন,‘অগ্নিকাণ্ডের সাথে সাথে ফায়ার সার্ভিস ও পল্লী বিদ্যুৎ অফিসে ফোন করেছি। ফায়ার সার্ভিসের দক্ষতায় রামপুর বাজার ভয়াবহ অগ্নিকান্ড থেকে রক্ষা পেয়েছে।’

প্রতিবেদক : জহিরুল ইসলাম
: আপডেট, বাংলাদেশ সময় ৯:০০ পিএম, ২৩ ডিসেম্বর ২০১৭, শনিবার
ডিএইচ

Share