হাজীগঞ্জ

হাজীগঞ্জ-রামগঞ্জ সড়কে ট্রাকচাপায় বৃদ্ধা নিহত

চাঁদপুরের হাজীগঞ্জ-রামগঞ্জ মহাসড়কে রাস্তা পারাপারের সময় বালি ভর্তি ট্রাক চাপায় বৃদ্ধা নিহত হয়েছে। শনিবার (১৭ ডিসেম্বর) বেলা ১২টার দিকে সড়কের বৈষ্ট বাড়ি সংলগ্নে এ ঘটনা ঘটে।

নিহত বৃদ্ধা ফরিদগঞ্জ উপজেলার সুবিদপুর পূর্ব ইউনিয়নের চালিয়াপাড়া বেপারী বাড়ীর রহুল আমিনের স্ত্রী কৈতরী বেগম (৬২)।

ঘটনার পর পরই হাজীগঞ্জ থানা পুলিশ ট্রাক আটক করে লাশ থানায় নিয়ে আসে।

এ বিষয়ে নিহত বৃদ্ধার ছেলে আলমগীর হোসেন বাদী হয়ে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
থানা ও পারিবারিক সৃত্রে জানা যায়, শনিবার সকালে কৈতরী বেগম নাতিকে সাথে নিয়ে সিএনজি যোগে তার মেয়ের বাড়ি হাজীগঞ্জের উদ্দেশ্যে রওনা হয়। সড়কটির বৈষ্ট বাড়ী সংলগ্ন স্থানে সিএনজি থেকে নেমে রাস্তা পারাপারের সময় ব্যাপক গতিতে হাজীগঞ্জ থেকে ছেড়ে আসা বালি ভর্তি ট্রাকের মূখে পড়লে সাথে সাথে বৃদ্ধ মহিলা মারা যায়।

এ সময় ৮ বছরের নাতি আরমান প্রাণে রক্ষা পায়।

খবর পেয়ে হাজীগঞ্জ থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মান্নান সংঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থল থেকে ট্র্যাকটি আটকাতে সক্ষম হয়। তবে ট্রাকচালক ও হেলপার পালিয়ে যায়।

পরে পুলিশ লাশ থানায় নিয়ে আসে। এ ঘটনায় নিহতের ছেলে আলমগীর হোসেন বাদী হয়ে ট্রাক ও ড্রাইভারের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করে।

এ বিষয়ে থানার এস আই মান্নান বলেন, ‘মরণব্যাধি ট্রাকের গতিবেগের কারণে ঘটনাস্থলেই বৃদ্ধার মৃত্যু হয়। মহিলার ছেলে লিখিত অভিযোগ দায়ের করায় লাশের আলামত নিয়ে পরিবারের কাছে হস্তান্তর করেছি।’

প্রতিবেদক- জহিরুল ইসলাম জয়
: আপডেট, বাংলাদেশ সময় ১০ : ৫০ পিএম, ১৭ ডিসেম্বর ২০১৬, শনিবার
ডিএইচ

Share