Home / উপজেলা সংবাদ / হাজীগঞ্জ / হাজীগঞ্জ গন্ধর্ব্যপুর দক্ষিণে যুবদলের কর্মীসভা
যুবদলের

হাজীগঞ্জ গন্ধর্ব্যপুর দক্ষিণে যুবদলের কর্মীসভা

চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) আসনের বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী ইঞ্জি.মমিনুল হককে নির্বাচিত করার লক্ষে ১০ নং গন্ধর্ব্যপুর দক্ষিণ ইউনিয়ন যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত হয়। ১০ জানুয়ারি শনিবার বিকালে গন্ধর্ব্যপুর দক্ষিণ ইউনিয়ন বিএনপির সভাপতি ও পরিষদের সাবেক চেয়ারম্যান বিল্লাল হোসেন বেলালের উপস্থিতিতে তার বাড়ীর আঙ্গিনায় উক্ত কর্মী সভা অনুষ্ঠিত হয়।

ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি আমিন খান মিন্টুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শেখ ফরিদ সুমনের পরিচালনায় কর্মীসভার প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন হাজীগঞ্জ উপজেলা যুবদলের আহবায়ক হুমায়ুন কবির সুমন।

বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক চেয়ারম্যান বিল্লাল হোসেন বেলাল, উপজেলা যুবদলের সদস্য সচিব মোস্তফা কামাল সুমন, যুগ্ম আহবায়ক শুকুর আলম, জুলহাস চৌধুরী ও শাহিদুল ইসলাম শাহেদ।

আরো বক্তব্য রাখেন, গন্ধর্ব্যপুর দক্ষিণ ইউনিয়ন যুবদলের সাবেক সহ সভাপতি সোহাগ খান, যুগ্ম সাধারণ সম্পাদক জামাল আটিয়া, মামুন তালুকদার, নিজাম, সাংগঠনিক সম্পাদক নুরুন নবী, প্রচার সম্পাদক মাহাতাব উদ্দিন শরীফ ও রিয়াদ দর্জি।

এসময় উপস্থিত ছিলেন ইউনিয়ন যুবদলের নেতা ১ নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক শেখ ফরিদ, ২নং ওয়ার্ডের সভাপতি মো. সুমন, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, ৫নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, ৬নং ওয়ার্ডের সভাপতি আবুল কাশেম লিটন, সাধারণ সম্পাদক জসিম, ৭নং ওয়ার্ডের সভাপতি শফিক মুন্সী, মহিন মিজি, ৮নং ওয়ার্ডের সভাপতি শহিদ তালুকদার, সাধারণ সম্পাদক আরিফ হোসেন, ৯নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক লোকমান হোসেন, ছাত্র নেতা মহসিন, আল হাছান বাবু, হীরা ও আলাউদ্দিন প্রমুখ।

প্রতিবেদক: জহিরুল ইসলাম জয়
১০ জানুয়ারি ২০২৬