হাজীগঞ্জ মহিলা মাদ্রাসার শিক্ষার্থীদের সবক ও পুরস্কার বিতরণ

চাঁদপুরের হাজীগঞ্জ বাগে জান্নাত মহিলা মাদ্রাসা ও ওবাইদীয়া হাফেজিয়া মাদ্রাসার শিক্ষার্থী ও হিফজ বিভাগের ছাত্র-ছাত্রীদের সবক অনুষ্ঠান ও অভিভাবক সম্মেলন অনুষ্ঠিত হয়।

শনিবার (১০ জানুয়ারি) সকাল ১১ টা থেকে ২ টায় পর্যন্ত একটানা মাদ্রাসা হল রুমে হিফজ সম্পূর্ণের ওড়না প্রদান, সবক ও পুরস্কার বিতরণ করা হয়।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন প্রতিষ্ঠাতা মাও. আলহাজ্ব ওবায়দুল হক। এসময় বক্তব্য রাখেন কুমিল্লা বড়ুয়া উম্মেহাতুল মু-মিনিন মহিলা মাদ্রাসা রেঃ মসজিদের ইমাম ও খতিব হযরত মাওলানা নুরুল্লা। আরো উপস্থিত ছিলেন হাজীগঞ্জ আহমাদিয়া কামিল মাদ্রাসার সম্মানিত সানি মুহাদেশ হযরত মাওলানা শহীদুল্লাহ কাউসার, হাজীগঞ্জ বাজারের ব্যবসায়ী মোহাম্মদ মোরশেদুল আলম সহ আরো অনেক ওলামায়ে কেরামগণ।

মাদ্রাসার পরিচালক হাফেজ মোহাম্মদ মনিরুজ্জামান ওবায়দীর পরিচালনায় অনুষ্ঠানের শুরুতে কুরআন তেলাওয়াত করেন অত্র মাদ্রাসার ছাত্র মো. সালমান ফার্সি, ইসলামী সংগীত পরিবেশন করেন মাদ্রাসার হিফজ বিভাগের ছাত্রী মোছা. সিনতিহা আক্তার, যৌথভাবে গজল পরিবেশন করেন, কাউসার আহমেদ, ওসমান হোসেন, সৌরভ হোসেন, সাইফুল আল সাদি, সালমান ফার্সি।

এছাড়াও কুরআন তেলাওয়াত, ইসলামী সংগীত কবিতা আবৃত্তি, বাংলা ও ইংরেজিতে বক্তব্য প্রদান, প্রথম দ্বিতীয় তৃতীয় স্থান অধিকারীদের মাঝে পুরস্কার প্রদান করা হয়। হিফজ সম্পন্নকারী ছাত্রীর মোসাম্মদ মারুফা আক্তার কে হিজাব প্রদান করেন তার সুযোগ্য পিতা।

দোয়া ও মোনাজাত পরিচালনা করেন, হাজীগঞ্জ বাগে জান্নাত মহিলা মাদ্রাসা ও ওবাইদীয়া হাফেজিয়া মাদ্রাসার সভাপতি আলহাজ্ব ওবায়দুল হক। সবক প্রধান নাজেরার, সৌরভ হোসেন, ওমর হোসেন, সিদরাতুল মুনতাহা, রাইসা আলম, মরিয়ম। সবক প্রধান সিনতাহা আক্তার, মারিয়া জাহান।

এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অত্র মাদ্রাসার মুহতামিম, বিভিন্ন মাদ্রাসা থেকে আগত সম্মানিত ওলামায়ে কেরাম ও মেহমান বৃন্দ, সম্মানিত অতিথিবৃন্দ ও শিক্ষক-শিক্ষিকা মন্ডলী এবং ছাত্রছাত্রী বৃন্দ।

প্রতিবেদক: ‍জহিরুল ইসলাম জয়
১০ জানুয়ারি ২০২৬