চাঁদপুরের হাজীগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে টিফিন বক্স বিতরণ করা হয়। ৭ ডিসেম্বর রোববার উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের উদ্যোগে মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয়, চতুর্থ ও পঞ্চম শ্রেণীর প্রায় ৪৮১ জন শিক্ষার্থীর মাঝে টিফিন বক্স প্রদান করা হয়। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইবনে আল জায়েদ হোসেন।
মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রোকেয়া সুলতানার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) আশেকুর রহমান, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মাহবুবুর রহমান, পৌর যুবদলের সদস্য সচিব বিল্লাল পাটোয়ারী, উপজেলা ইন্সপেক্টর রাশেদা আতিক রোজী ও হাজীগঞ্জ মডেল সরকারি স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আবু সাঈদ।
এসময় বিদ্যালয়ের সহকারী শিক্ষক রেহেনা আক্তার, শামসুর নাহার, আবু সাঈদ সুমন, মাহবুব আলম, ফাতেমা আক্তার, তাহমিনা আক্তার, মমতাজ বেগম, খোদেজা আক্তার, আলপনা সাহা, কোহিনুর আক্তার, কারিমা আক্তার, মোহাম্মদ বশির উদ্দিন, মামুন মিয়া ও গাজী মোহাম্মদ মাহবুবুর রহমান সহ অভিভাবক বৃন্দ উপস্থিত ছিলেন।
প্রতিবেদক: জহিরুল ইসলাম জয়/
৭ ডিসেম্বর ২০২৫
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur