উপজেলা সংবাদ

হাজীগঞ্জ বড় মসজিদে ঈদের প্রথম জামাত ৭টায় : দ্বিতীয় জামাত ১০টায়

মেহেদী হাছান, হাজীগঞ্জ (চাঁদপুর) :

হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদে ঈদুল ফিতরের নামাজের প্রথম জামাত ৭টায়, দ্বিতীয় জামাত ১০টায় অনুষ্ঠিত হবে।

ঈদুল ফিতরের নামাজের ইমামতি করবেন হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদের ফেস ইমাম ও খতিব মাওলানা আব্দুর রউফ।

নামাজ সম্পর্কে জানতে চাইলে মসজিদের মোতওয়াল্লি অধ্যক্ষ ড. মো. আলমগীর কবির পাটয়ারী চাঁদপুর টাইমসকে জানান, মুসল্লিদের নামাজের সু-ব্যবস্থার জন্যে যত কিছু করার দরকার সকল কিছু ইতোমধ্যে সমাপ্ত হয়েছে। নিরাপত্তার জন্য আইন শৃঙ্খলা বাহিনীসহ স্বেচ্ছাসেবক ও সাদা পোশাকধারী বিভিন্ন বিভাগের কর্মকর্তাগণ কড়া নজরদারিতে রাখবেন।

আপডেট :   বাংলাদেশ সময় : ১১:২১ অপরাহ্ন, ১ শ্রাবণ ১৪২২ বঙ্গাব্দ, বৃহস্পতিবার ১৬ জুলাই ২০১৫

 চাঁদপুর টাইমস : প্রতিনিধি/এমআরআর/২০১৫

চাঁদপুর টাইমস ডট কমপ্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি

Share