জহিরুল ইসলাম জয় ॥
চাঁদপুরের হাজীগঞ্জ মডেল কলেজ জাতীয় করণ ঘোষণা হওয়ায় অধ্যক্ষ ড. মো.আলমগীর কবির পাটওয়ারীকে ঐতিহাসিক বড় মসজিদের কর্মকর্তা কর্মচারী ও তার ভাইদের পক্ষ থেকে ফুলেল সংবর্ধনা দেওয়া হয়।
রোববার (২১ আগস্ট) মসজিদ অফিসে মোতয়াল্লীর হল রুমে একে একে ফুলেল শুভেচ্ছা গ্রহন করেন ড.আলমগীর কবির পাটওয়ারী।
ফুলেল শুভেচ্ছা দেন মসজিদের ম্যানেজার শাহআলম,সহ-ম্যানেজার আরিফউল্ল্যাহ, ইঞ্জি.মোশারফ হোসেন,নূরুল ইসলাম কন্টেক্টার,শুকুর আলম,সোহরাব হোসেন,আইন সহকারী বোরানউদ্দিন।ড.মো.আলমগীর কবির পাটওয়ারীর ভাইদের পক্ষ থেকে ছোট ভাই হূমায়ন কবির,জাহাঙ্গীর, নূরুজ্জামান প্রমুখ।
[author image=” https://chandpurtimes.com/wp-content/uploads/2015/11/joy.jpg” ] প্রতিবেদক- জহিরুল ইসলাম জয়, হাজীগঞ্জ [/author]
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur