হাজীগঞ্জ উপজেলার ৭নং বড়কূল পশ্চিম ইউনিয়নের রামচন্দ্রপুর বাজারে যুব ও ছাত্রলীগের উদ্যোগে বৃহস্পতিবার (৪ আগস্ট) বিকালে জঙ্গিবিরোধী মিছিল অনুষ্ঠিত হয়।
রামচন্দ্রপুর বাজারের উপর উক্ত মিছিলের নেতৃত্ব দেন ইউনিয়ন যুবলীগ নেতা ইউসুফ।
এ সময় উপস্তিত ছিলেন, যুবলীগ নেতা আলী আশ্রাদ,কাদের,মো.রানা,ইকরাম,রাসেল, কাউসার,শাহাদাত হোসেন,বিল্লাল হোসেন,ছাত্রলীগ নেতা মো.রাসেল,আবুল কালাম,এমরান মুন্সী ও রাকিব হোসেন প্রমুখ।
[author image=” https://chandpurtimes.com/wp-content/uploads/2015/11/joy.jpg” ] প্রতিবেদক- জহিরুল ইসলাম জয়, হাজীগঞ্জ [/author]
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur