Home / উপজেলা সংবাদ / হাজীগঞ্জ / হাজীগঞ্জ বিএনপির দলীয় কার্যালয় উদ্বোধন
বিএনপির

হাজীগঞ্জ বিএনপির দলীয় কার্যালয় উদ্বোধন

চাঁদপুরের হাজীগঞ্জ পৌরসভার ১ ও ২ নং ওয়ার্ড বিএনপির দলীয় কার্যালয় উদ্বোধন করা হয়। ৭ জানুয়ারি বুধবার বিকালে পৌরসভার বলাখাল বাজারে বেগম খালেদা জিয়ার আত্নার মাগফিরাত কামনা করে এবং হাজীগঞ্জ শাহরাস্তি আসনের বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী ইঞ্জি. মমিনুল হকের জয়যুক্ত কামনা করে মিলাদ ও দোয়া অনুষ্ঠানের মধ্যে দিয়ে ১ ও ২ নং ওয়ার্ড দলীয় কার্যালয় উদ্বোধন করা হয়।

হাজীগঞ্জ পৌর যুবদলের যুগ্ম আহবায়ক রোমান মিজির সঞ্চালনায় ও পৌর বিএনপির আহবায়ক আবুল খায়ের মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, পৌর বিএনপির সিনিয়র যুগ্ন-আহবায়ক সরোয়ার হোসেন ভুলু মুন্সি, যুগ্ম আহবায়ক জামাল উদ্দিন তালুকদার কিরন, যুগ্ম আহবায়ক মজুমদার একে শাহাবুদ্দিন শাহিন, যুগ্ম আহবায়ক এড. ওমর ফারুক টিটু, বিএনপি নেতা হাজী মিজানুর রহমান, মঞ্জুর রহমান মঞ্জু, ২নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. জসিমউদদীন, এড. কাইউম হোসেন সুমন ও বলাখাল মুকবুল আহমেদ ডিগ্রি কলেজ শাখার সভাপতি সাগর মিজি প্রমুখ।

প্রতিবেদক: জহিরুল ইসলাম জয়/
৭ জানুয়ারি ২০২৬