Home / উপজেলা সংবাদ / হাজীগঞ্জ / হাজীগঞ্জ উপজেলা বিএনপির কমিটি গঠন
বিএনপির

হাজীগঞ্জ উপজেলা বিএনপির কমিটি গঠন

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলা বিএনপির ৭৩ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।

বুধবার (১০ ডিসেম্বর) জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক ও সাধারণ সম্পাদক এ্যাড. একেএম সলিম উল্যা সেলিমের যৌথ স্বাক্ষরে এ কমিটি গঠন করা হয়। এতে আহবায়ক ও সদস্য সচিবসহ ১৮ জন যুগ্ম আহবায়ক ও ৫৩ জন সদস্য রয়েছেন।

কমিটিতে ৭৩ জনের নাম উল্লেখ ছাড়াও উপজেলা কমিটির সাধারণ সভায় ১২টি ইউনিয়নের সভাপতি ও সাধারণ সম্পাদক পদাধিকার বলে সদস্য হিসেবে গণ্য হবে এবং উপজেলাধীন সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদক আমন্ত্রিত সদস্য হিসেবে উপস্থিত থাকবেন।

নবগঠিত কমিটির আহবায়ক হলেন, মনিরুজ্জামান মনির, সদস্য সচিব এমএ রহিম পাটওয়ারী, যুগ্ম আহবায়ক আনোয়ার উল্যাহ্ পাটওয়ারী, জসিম উদ্দিন মজুমদার, আনোয়ার হোসেন, সিরাজুল ইসলাম, আলী আকবার শেখ, সেলিম মিয়া, হাসান মিয়াজী, আবু নাফের শাহ, আকতার হোসেন দুলাল, আনোয়ার হোসেন নোমান, হেলাল উদ্দিন প্রধান, আশরাফ উদ্দিন গাজী, সৈয়দ শরীফ আহম্মেদ, আব্দুল হাই মজুমদার, ফরিদ উদ্দিন পাটওয়ারী সোহেল, নেছার আহম্মেদ, ছিদ্দিকুর রহমান, মোশারফ হোসেন মজুমদার স্বপন।

এছাড়াও সদস্যদের মধ্যে মাও. নজরুল ইসলাম তালুকদার, ড. আলমগীর কবির পাটওয়ারী, মিজানুর রহমান লিটন, মিরন হোসেন মিয়াজী, চেয়ারম্যান মিজানুর রহমান, কাজী মিজানুর রহমান, হাবিব উল্যাহ্ মজুমদার, চেয়ারম্যান নুরুল আমিন হেলাল, সাবেক চেয়ারম্যান ইমাম হোসেন লিটন, কাজী জসিম উদ্দিন, মোস্তফা পাটওয়ারী, আব্দুল গফুর পাটওয়ারী, মাসুদ খাঁনসহ ৫৩ জন সদস্য রয়েছেন।

স্টাফ করেসপন্ডেট/
১১ ডিসেম্বর ২০২৫