হাজীগঞ্জ

হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির নব-নির্বাচিত পরিষদের শপথ গ্রহণ

হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির নব-নির্বাচিত কার্যকরি পরিষদের শপথ গ্রহণ অনুষ্ঠান শনিবার (১২ মে) বিকাল ৪টায় হাজীগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে সম্পন্ন হয়েছে।

শপথ বাক্য পাঠ করান নৌ-পরিবহন মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সভাপতি ও চাঁদপুর-৫ হাজীগঞ্জ শাহরাস্তি আসনের সংসদ সদস্য, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মেজর (অব.) রফিকুল ইসলাম বীর উত্তম এমপি।

শপথ বাক্য পাঠ করেন নব-নির্বাচিত কার্যকরি পরিষদের সভাপতি পদে মো. আসফাকুল আলম চৌধুরী, সহ-সভাপতি মিজানুর রহমান, সাধারণ সম্পাদক পদে হায়দার পারভেজ সুজন, সহ-সম্পাদক পদে মো. শাহাব উদ্দিন, সাংগঠনিক সম্পাদক পদে মো. মাসুদ হোসেন, কোষাধ্যক্ষ পদে মো. হাছান মাহমুদ, দপ্তর সম্পদক পদে মো. আবুল কাশেম মুন্সী, প্রচার সম্পাদক পদে ইমামূল হাসান হেলাল, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে আবু নোমান রিয়াজ, বাণিজ্য সম্পাদক পদে মোশারফ হোসেন লিটন ও শিল্প বিষয়ক পদে আবুল কাশেমসহ ৭ ওয়ার্ডে নির্বাচিত কমিশনারবৃন্দ।

থ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মেজর (অব.) রফিকুল ইসলাম বীর উত্তম এমপি বলেন, ব্যবসায়ী সমিতির উদ্যোগে বাজারকে সুন্দর রাখতে হবে। জেলার অন্যতম বাণিজ্যিক শহর হাজীগঞ্জ। এখানে বিভিন্ন স্থান থেকে মানুষ মার্কেট করতে আসে। বাজারকে শান্ত রাখতে হলে কোন সন্ত্রাস চাঁদাবাজের ঠাঁই হবে না। বাজারের অবকাঠামো উন্নয়নের জন্য আমার পক্ষ থেকে সার্বিক সহযোগিতা থাকবে।

তিনি আরো বলেন, আমি নির্বাচিত হওয়ার পর ডাকাতিয়া নদীর উপর ব্রীজ করেছি। ডাকাতিয়া নদীর উপর ব্রীজ নির্মাণ করার ফলে এ বাজারের মান্নোয়ন হয়েছে। ব্যবসায়ীদের অনুরোধে সারাদেশের মধ্যে আমিই প্রথম ব্রীজের উপর টোল আদায় বন্ধের উদ্যোগ গ্রহণ করেছি। এ বাজারে একটি ফ্লাইওভার অথবা বাইপাস সড়ক নির্মাণের পরিকল্পনা রয়েছে। বাজারে যারা বিশৃঙ্খলা সৃষ্টি করবে তাদের ছাড় দেয়া হবে না। পুলিশ প্রশাসন সার্বক্ষণিক নিরাপত্তার দায়িত্বে রয়েছে।

শপথ গ্রহণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রধান নির্বাচন কমিশনার ও উপজেলা কৃষি অফিসার নয়নমনি সূত্রধর। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারি কমিশনার ভূমি ও নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট জিয়াউল ইসলাম চৌধুরী, হাজীগঞ্জ থানা অফিসার ইনচার্জ মো, জাবেদুল ইসলাম, শাহরাস্তি থানা অফিসার ইনচার্জ মো. মিজানুর রহমান, হাজীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক গাজী মাঈনুদ্দিন, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আলী আশ্রাফ দুলাল, আলহাজ¦ মো. সেলিম মিয়া, হাজীগঞ্জ শহর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সৈয়দ আহম্মেদ খসরু, হাজীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শপথ অনুষ্ঠান উপস্থাপনা করেন নির্বাচন কমিশনার ইকবালুজ্জামান ফারুক। অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন নির্বাচন কমিশনার সদস্য সাংবাদিক মনিরুজ্জামান বাবলু।

প্রতিবেদক : জহিরুল ইসলাম জয়

Share