Home / উপজেলা সংবাদ / হাজীগঞ্জ / হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচনে ৭২ প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ
বাজার

হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচনে ৭২ প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ

হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতি নির্বাচনে শেষ দিন পর্যন্ত বিভিন্ন পদে মোট ৭২ প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

শনিবার সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত প্রধান নির্বাচন কমিশন ইকবালুজ্জামান ফারুক, নির্বাচন কমিশন অধ্যাপক মো. সেলিম মিয়া ও নির্বাচন কমিশনের সচিব সাংবাদিক মনিরুজ্জামান বাবলুর হাত থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন তারা।

এদের মধ্যে সভাপতি পদে আশফাকুল আলম চৌধুরী, আহসান হাবীব অরুণ, সহ-সভাপতি পদে আলহাজ্ব মিজানুর রহমান, তাজুল কাদের, সাধারণ সম্পাদক পদে মো. হায়দার পারভেজ সুজন, আলী নেওয়াজ রুমান, এবায়দুর রহমান খোকন, ওমর ফারুক, জাকির হোসেন মিন্টু, সহ-সাধারণ সম্পাদক পদে এমরান হোসেন মুন্সী, সাংগঠনিক সম্পাদক পদে হাফেজ আবুল কাশেম, ফয়সাল আহমেদ, আবু হেনা আবুল, শহিদ উল্ল্যাহ, কোষাধ্যক্ষ পদে হাসান মাহমুদ, হারুন অর রশিদ, দপ্তর সম্পাদক পদে মোরশেদ আলম, প্রদীপ সাহা, আবুল কাশেম মুন্সী, ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মানিক মজুমদার, শিল্প বিষয়ক সম্পাদক জিসান আহমেদ সিদ্দিকী, ইউছুফ পাটোয়ারী, মহিলা বিষয়ক সম্পাদক হাসিনা আক্তার সেলি, ১নং ওয়ার্ড কমিশনার পদে হাসান পাটোয়ারী, ২নং ওয়ার্ড মো. বাহার উদ্দিন হেলাল, মনির হোসেন সাগর, ৩নং ওয়ার্ড জসিম খান, ওলি উল্ল্যাহ, ৪নং ওয়ার্ডে মেন্দু মিয়া, হাফেজ সাইফুল ইসলাম, ৫নং ওয়ার্ড ইয়াসিন আরাফাত, খোরশেদ আলম, ৬নং ওয়ার্ড মিঠু সাহা, মো. হান্নান মুন্সী, নূরে আলম ভূঁইয়া, ৭নং ওয়ার্ডে হাসান হাজারী, ৮নং ওয়ার্ডে মাসুদ মজুমদার ও শাহ আলম’সহ মোট ৩৮জন মনোনয়নপত্র সংগ্রহ করেন।

এর আগে প্রথমদিনে মনোনয়নপত্র সংগ্রহ করেন ৩৪ জন। দুইদিনে বিভিন্ন পদে মোট ৭২ জন পদপ্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেন।

সোমবার সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত নির্বাচন কমিশনের কাছে মনোনয়নপত্র জমা দিবেন এ ৭২জন প্রার্থী।

প্রতিবেদক: জহিরুল ইসলাম জয়, ১৩ মে ২০২৩