হাজীগঞ্জ বাজারে মেয়াদোত্তীর্ণ ওষুধ পাওয়ায় ভ্রাম্যমাণ আদালতে ৪টি প্রতিষ্ঠানকে ১৯ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
১৪ সেপ্টেম্বর বুধবার হাজীগঞ্জ বাজারে মেয়াদ উত্তীর্ণ ঔষুধ পাওয়ায় গোল্ডেন মেডিসিন কর্নারকে ৫০০০/, নূর ফার্মেসিকে ৪০০০/, স্কয়ার ফার্মেসিকে ৫০০০/ এবং মা ডেন্টাল কেয়ারকে ৫০০০/ হাজার সহ সর্বমোট ৪ টি প্রতিষ্ঠানকে ১৯,০০০/-(উনিশ হাজার টাকা) জরিমানা করা হয়েছে।
১৪ সেপ্টেম্বর বুধবার বাণিজ্য মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে এবং জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক মহোদয়ের অর্পিত ক্ষমতাবলে, জেলা প্রশাসক মহোদয়ের নির্দেশনায়/উপজেলা নির্বাহী কর্মকর্তা মহোদয়ের সহযোগিতায় চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব নুর হোসেনের নেতৃত্বে জেলার হাজীগঞ্জ উপজেলার কলেজ রোড এলাকায় বিভিন্ন প্রতিষ্ঠানে বাজার তদারকি অভিযান পরিচালনা করা হয়েছে।
অভিযান পরিচালনাকালে হাজীগঞ্জ থানা পুলিশের একটি টিম সহায়তা প্রদান করেন।
এছাড়াও সকল পণ্য ন্যায্য মূল্যে বিক্রি সহ ব্যবসায়ীদের মূল্য তালিকা প্রদর্শনের নির্দেশনা প্রদান করা হয় এবং ভোক্তার অধিকার সম্পর্কিত লিফলেট বিতরণ করে ভোক্তাদেরকে সচেতন করা হয়েছে। জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।
প্রতিবেদক: জহিরুল ইসলাম জয়,১৪ সেপ্টেম্বর ২০২২
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur