হাজীগঞ্জ বাজারে ভ্রাম্যমাণ আদালতে ৩২টি মামলা

চাঁদপুরের হাজীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে ৩২ টি মামলা ৪৫৫০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে। ৩ আগস্ট বুধবার দুপুরে হাজীগঞ্জ বাজারে যানজট নিরসনের লক্ষে দোকানের সামনে থাকা বিভিন্ন মালামাল রাখার অপরাধে ৩২ জন ব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা প্রদান করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বিশেষ ম্যাজিস্ট্রেট রাশেদুল ইসলাম।

এ সময় হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ, পুলিশ ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় হাজীগঞ্জ বাজারের যানজট মুক্ত দেখা গেলেও পরবর্তীতে পূর্বের পরিবেশ লক্ষ করা যায়।

এ বিষয়ে হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রাশেদুল ইসলাম বলেন,আমরা চাইলে রাতারাতি যানজট নিরসন করতে পারবো না। তবে চলমান অভিযানের ভিত্তিতে আমরা ৩২টি মামলা ছোট বড় ব্যবসায়ীকে জরিমানা প্রদান করেছি, এ অভিযান অব্যাহত থাকবে।

প্রতিবেদক: জহিরুল ইসলাম জয়, ৩ আগস্ট ২০২২

Share