চাঁদপুরের হাজীগঞ্জ বাজারে ভয়াবহ আগুনে প্লাস্টিকের একটি গোডাউনসহ বেশ কিছু ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়েছে। ৩ আগস্ট সোমবার রাত প্রায় আড়াইটার দিকে মুক্তা এন্টারপ্রাইজের হার্ডওয়ারের গোডাউনে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে হাজীগঞ্জ ফায়ার সার্ভিসসজ জেলার ৩টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে।
স্থানীয় হাবিব উল্যাহ জানান, হাজীগঞ্জ বাজারের প্রসিদ্ধ হার্ডওয়ার ব্যবসা প্রতিষ্ঠান মুক্তা এন্টারপ্রাইজের গোডাউনে আগুন লাগে রাত প্রায় আড়াইটার দিকে। হাজীগঞ্জ পূর্ব বাজারস্থ শাহমিরান হাসপাতালের পাশের ওই গুদামের আগুন মুহূর্তে পাশের অন্য সকল ব্যবসা প্রতিষ্ঠানে ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে প্রথমে হাজীগঞ্জ ও পরে জেলার চাঁদপুর উত্তর, শাহরাস্তি ও কচুয়া দমকল বাহিনীর ৪টি ইউনিট আগুন নিয়ন্ত্রণ চেষ্টা চালায়। ৪টি ইউনিট এসে ঘটনাস্থলে পৌঁছতে পৌঁছতে বেশ ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে যায়।
এ দিকে এ রিপোর্ট লেখা পর্যন্ত (রাত সাড়ে ৩টা) হাজীগঞ্জ দমকল বাহিনীর পুরো ইউনিট ও থানা পুলিশের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা ঘটনাস্থলে থাকায় তাদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
তবে স্থানীয়রা প্রাথমিকভাবে ধারণা করছে আগুনের এ ঘটনায় কয়েক কোটি টাকার ক্ষতি হয়েছে।
হাজীগঞ্জ করেসপন্ডেন্ট, ৩ আগস্ট ২০২০