চাঁদপুর হাজীগঞ্জ বাজারে ৩ আড়তে ৪০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। অভিযান পরিচালনা করে উপজেলা নির্বাহী কর্মকর্তা বৈশাখী বড়ুয়া।
১৭ সেপেটম্বর বুধবার দুপুরে অসাধু ব্যবসায়ীরা ৯০ টাকা কেজি দরে পেঁয়াজ বিক্রির দায়ে ৪০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
আদালত সূত্র জানায়, গত দুই দিন ধরে হাজীগঞ্জের বিভিন্ন হাট-বাজার থেকে ক্রেতারা ফোন করে পেঁয়াজের দরদাম নিয়ে মুঠোফোনে অভিযোগ দিয়ে আসছে। কৃত্রিম সঙ্কট দেখিয়ে অসাধু ব্যবসায়ীরা ৮৫/৯০ টাকার নিচে কেজি প্রতি পেঁয়াজ বিক্রি করছে না এমন অভিযোগ আমাদের কাছে আসতে থাকে। তারই ধারাবাহিকতায় ও বাজার মনিটরিংসহ বাজার স্থিতিশীল রাখতে এই আদালত পরিচালনা করা হয়।
এ বিষয়ে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী মাজিস্ট্রেট বৈশাখী বড়ুয়া জানান,পেঁয়াজের দাম স্থিতিশীল রাখা এবং অসাধু ব্যবসায়ীদের মূল্য বৃদ্ধি রোধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯-এর আওতায় ৩টি আড়ত ও দোকানকে মোট ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। নির্ধারিত মূল্যের বেশি মূল্যে পেঁয়াজ বিক্রি করে যাতে পেঁয়াজের বাজার অস্থিতিশীল না করা হয় সে ব্যাপারে আড়তদারদের কঠোরভাবে সতর্ক করা হয়।
করেসপন্ডেট,১৭ সেপেটম্বর ২০২০
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur