হাজীগঞ্জের বাকিলা বাজারের পশ্চিম পাশে রোববার (১ অক্টোবর) নিয়ন্ত্রণ হারিয়ে ২শ’ বস্তা আলুসহ ট্রাক পুকুরে পড়ে যায়। এতে ট্রাকের চালক ও হেলপার গুরুতর আহত হয়েছে।
সরেজমিনে গিয়ে জানা যায়, রোববার ভোর ৬ টার দিকে রংপুর থেকে ছেড়ে আসা ঢাকা মেট্রো ক-১৩০৩৪০ নং ট্রাকটি ১৬ টন ওজনের ২শ বস্তা আলু নিয়ে কুমিল্লা-চাঁদপুর সড়কের হাজীগঞ্জের বাকিলা বাজারে আসলে চাঁদপুর থেকে ছেড়ে আসা সিলেটমুখী সততা বাস ও সিএনজি স্কুটার পাশ কাটতে গিয়ে এ দুর্ঘটনার কবলে পড়ে।
এতে ট্রাকের চালক মিজানুর রহমান (৩০)ও হেলপার খায়রুল ইসলাম (২২) আহত অবস্থায় প্রাথমিক ভাবে চিকিৎসাধীন রয়েছে। এরা উভয়ই রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার বাসিন্ধা।
এদিকে ট্রাকে থাকা ২শ বস্তা আলুর মালিক ফরিদগঞ্জ উপজেলার পৌর এলাকার আবিদ বেপারীর ছেলে নয়ন মিয়ার।
রবিবার বিকাল থেকে পানির নিচ থেকে ট্রাকের আলুর বস্তা স্থানীয় শ্রমিকদের মাধ্যমে উত্তোলনের চেষ্টা চলছে বলে জানা যায়।
এ বিষয়ে স্থানীয়রা বলেন, চাঁদপুর-কুমিল্লা মহা-সড়কের পাশে মাটি না থাকার কারনে প্রায় এভাবে দুর্ঘটনা ঘটে ।
প্রতিবেদক- জহিরুল ইসলাম জয়
: : আপডেট, বাংলাদেশ ৭:১৩ পিএম, ০১ অক্টোবর, ২০১৭ রোববার
ডিএইচ
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur