আসন্ন জাতীয় দ্বাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে হাজীগঞ্জের ৭ নং বড়কূল পশ্চিম ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী গাজী মাঈনুদ্দিনের কর্মীসভা অনুষ্ঠিত হয়। ১৯ ডিসেম্বর মঙ্গলবার বিকালে রামচন্দ্রপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত এ কর্মী সভা অনুষ্ঠিত হয়।
উক্ত কর্মীসভায় ওয়ার্ড পর্যায়ে নির্বাচন কালীন কমিটি গঠনের লক্ষ্যে আলোচনা করা হয়। পরে গাজী মো. মাঈনুদ্দিনের ঈগল প্রতীকে ভোট চেয়ে সভা শেষে রামচন্দ্রপুর বাজারে মিছিল বের করেন নেতৃবৃন্দ।
বড়কূল পশ্চিম ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মনির হোসেন গাজীর সভাপতিত্বে ও সাবেক ছাত্রনেতা এমরান হোসেন খন্দকার এর সঞ্চালনায় বক্তব্য রাখেন, ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ইয়াছিন আরাফাত, আওয়ামী লীগ নেতা সিদ্দিকুর রহমান, জামাল উদ্দিন, আবুল হোসেন আবু, সাইফুল্লাহ বকুল, যুবলীগ নেতা আহসান হাবীব ও রুবেল গাজী প্রমুখ।
প্রতিবেদক: জহিরুল ইসলাম জয়,১৯ ডিসেম্বর ২০২৩
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur