সারাদেশে বাড়ছে শীতের তীব্রতা, সেই তীব্র শীতে কাঁপছে দেশ। শীতের প্রচন্ডতা থেকে দরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করেছে হাজীগঞ্জ প্রেসক্লাব। রবিবার ২৮ ডিসেম্বর এক অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে এ কম্বল বিতরণ করা হয়।
শীত বস্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য ও কম্বল বিতরণ করেন, চাঁদপুর প্রেসক্লাবের আজীবন সদস্য ও শাহরাস্তি প্রেসক্লাবের সহ-সভাপতি জাহাঙ্গীর আলম হৃদয়।
হাজীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি খালেকুজ্জামান শামীম এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এনায়েত মজুমদার এর পরিচালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, সাবেক সভাপতি হাসান মাহমুদ, সাধারণ সম্পাদক খন্দকার আরিফ, পবিত্র কোরআন পাঠ করেন প্রেসক্লাবের যুগ্ন সম্পাদক গাজী নাছির উদ্দীন।
এ সময় আরো উপস্থিত ছিলেন, হাজীগঞ্জ প্রেসক্লাবের সমন্বয় কমিটির সদস্য গাজী সালাউদ্দিন, আমার কন্ঠ পত্রিকার সম্পাদক ও সাবেক সভাপতি মো. কামাল হোসেন, ত্রিনদী পত্রিকার সম্পাদক ও সাবেক সভাপতি মহিউদ্দিন আল আজাদ, সাবেক সাধারণ সম্পাদক কামরুজ্জামান টুটুল, সাবেক সাংগঠনিক সম্পাদক মিরাজ মুন্সী, বর্তমান সহ-সভাপতি মেহেদী হাছান, সাংগঠনিক সম্পাদক মঞ্জুর আলম, সাবেক সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম নয়ন, প্রচার সম্পাদক হুমায়ুন কবির, তথ্য ও প্রযুক্তি সম্পাদক সুজন দাস, সদস্য শাখাওয়াত হোসেন শামীম, ইমাম হোসেন হীরা, জহিরুল ইসলাম জয়, কবির আহমেদ, জসিম উদ্দিন, সহযোগী সদস্য রিয়াজ শাওন, নূর মোহাম্মদ, মোশাররফ হোসেনসহ প্রেসক্লাবের নেতৃবৃন্দগণ।
এসময় ৬০ জনের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
প্রতিবেদক: জহিরুল ইসলাম জয়/
২৮ ডিসেম্বর ২০২৫
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur