Home / উপজেলা সংবাদ / হাজীগঞ্জ / হাজীগঞ্জ প্রেসক্লাবের তফসিল ঘোষণা, ১৪ জানুয়ারি ভোট গ্রহণ
No Pic Chandpur Times
এ সংবাদের সংশ্লিষ্ট ছবি প্রকাশ হয়নি।

হাজীগঞ্জ প্রেসক্লাবের তফসিল ঘোষণা, ১৪ জানুয়ারি ভোট গ্রহণ

চাঁদপুর হাজীগঞ্জ প্রেসক্লাব নির্বাচন ২০১৭-১৮ তফসিল সোমবার (২ জানুয়ারি) ঘোষণা করা হয়েছে।

নির্বাচন কমিশনার মো. ইকবালুজ্জামান ফারুক সভাপতিত্বে সদস্য মনিরুজ্জামান বাবলু এই তফসিল ঘোষণা করেন। তফলিস ঘোষণা অনুযায়ী আগামি ১৪ জানুয়ারি শনিবার নির্বাচন অনুষ্ঠিত হবে।

নির্বাচন তফসিল ঘোষণা অনুযায়ী আগ্রহী প্রার্থীদের মঙ্গলবার (৩ ডিসেম্বর) থেকে বুধবার পর্যন্ত নির্বাচন কমিশনারের কার্যালয় থেকে মনোয়নপত্র সংগ্রহ করতে হবে।

মনোয়নপত্র দাখিলের শেষ তারিখ ৫ জানুয়ারী বৃহস্পতিবার। মনোনয়নপত্র যাচাই ও বাছাই ৬ জানুয়ারী শুক্রবার। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ ৭ জানুয়ারী শনিবার। চুড়ান্ত প্রার্থীতা ঘোষণা ৮ জানুয়ারী রবিবার। ১৪ জানুয়ারি সকাল ১০টা থেকে বিকাল ৩টা পর্যন্ত একটানা ভোট গ্রহণ করা হবে।

তফসিল ঘোষণার পর নির্বাচন কমিশনার প্রার্থীদের আচরণ বিধি সম্পর্কে বিস্তারিত তুলে ধরেণ। সেই সাথে চুড়ান্ত ভোটার তালিকা ঘোষণা করেন নির্বাচন কমিশনের সদস্য সচিব কাজী শাহীদুজ্জামান ঝুটন। ঘোষণার তালিকা অনুযায়ী ৫৬জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন।

তফসিল ঘোষণা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, নির্বাচন কমিশনের সদস্য কাজী হারুন, আরিফ ইমাম মিন্টু, প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য আলী আশরাফ দুলাল, প্রেসক্লাবের বর্তমান কার্যকরি কমিটির সভাপতি মুন্সি মোহাম্মদ মনির, সাধারণ সম্পাদক কামরুজ্জামান টুটুল, যুগ্ম সাধারণ সম্পাদক খাজা সফিউল বাসার রুজমন, এনায়েত মজুমদার, সাংগঠনিক সম্পাদক গাজী মো. নাছির উদ্দিন, দপ্তর সম্পাদক আবুল কাশেম মুন্সী, অর্থ সম্পাদক মুনছুর আহমেদ বিপ্লব, প্রচার সম্পাদক এসএম মিরাজ মুন্সী, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পাপ্পু মাহমুদ, তথ্য ও প্রযুক্তি সম্পাদক মঞ্জুর আলম পাটওয়ারী, ত্রান ও দূর্যোগ বিষয়ক সম্পাদক আবু তাহের মিসবাহ, কার্যকরি সদস্য মো. শাহজাহান মুন্সী, খালেকুজ্জামান শামীম, হাছান মাহমুদ, শাখাওয়াত হোসেন শামীম, জহিরুল ইসলাম জয়, অমর দাস।

এ সময় আরো উপস্থিত ছিলেন, সাধারণ সদস্য আহসান হাবীব অরুণ, মো. কামাল হোসেন, খন্দকার আরিফ. এস এম চিশতী, কবির আহমেদ, মেহেদী হাছান, সহযোগি সদস্য মোহাম্মদ হাবীব উল্যাহ্, সুজন দাস, রেজাউল করিম নয়ন, হুমায়ুন কবির, গাজী মহিন উদ্দিন।

প্রেস বিজ্ঞপ্তি
।। আপডটে, বাংলাদশে সময় ১১: ১৭ পিএম, ২ জানুয়ারি ২০১৭ সোমবার
এইউ

Leave a Reply