চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
১৬ নভেম্বর শনিবার সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত ৯৮৯ জন ভোটারের মধ্যে ৯৪২ জন ভোটার ভোট প্রদান করেন। টান টান উত্তেজনা পরিস্থিতি ফলাফল ঘোষণায় সভাপতি পদে মো. তুহিন হায়দার ৬০৫ ও সাধারণ সম্পাদক পদে মুহাম্মদ কামাল হোসেন চৌধুরী ৫৪০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন এবং সাংগঠনিক সম্পাদক মো. সাইফুল ইসলাম ৪৮২ ভোট পেয়ে জয়যুক্ত হয়েছেন।
অন্যান্য পদে নির্বাচিতরা হলেন, নির্বাহি সভাপতি রাশেদুজ্জামান, সিনিয়র সহ-সভাপতি জামাল হোসেন, সিনিয়র সহ সভাপতি রাবেয়া আক্তার, সহ সভাপতি একরাম হোসেন, মোস্তফা কামাল ও শামসুদ্দিন, সহ সভাপতি মহিলা ফারজানা আমিন ও শাহিনুর বেগম, নির্বাহী সাধারণ সম্পাদক মোঃ ইমরান হোসেন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আজিম আরমান চৌধুরী, যুগ্ম সম্পাদক মোঃ শহিদুল্লাহ ও মঞ্জুর মাওলা, যুগ্ম সম্পাদক মহিলা কোহিনুর আক্তার, সহ-সম্পাদক পুরুষ শরিফুল আলম ও মাহবুব আলম, সহ-সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন মোহাম্মদ আবদুল আউয়াল, ধর্ম বিষয়ক সম্পাদক মো. সাখাওয়াত হোসেন।
হাজিগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচনকে সাফল্যমণ্ডিত করেছেন চাঁদপুর সদর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নেতৃবৃন্দ।
প্রতিবেদক: জহিরুল ইসলাম জয়,১৬ নভেম্বর ২০২৪
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur