চাঁদপুর জেলার মধ্যে সব চেয়ে ব্যস্তময় ও নান্দনিক হচ্ছে হাজীগঞ্জ পৌরসভা। পূর্বে থেকেই ব্যবসা বাণিজ্যে হাজীগঞ্জ বাজারে বেশ খ্যাতি রয়েছে।
যেখানে দৈনিক অনেক দূরদূরান্ত থেকে হাজার হাজার মানুষ হাজীগঞ্জ বাজারে কেনা কাটাসহ নানান কাজে মিলিত হয়। সেই ব্যস্তময় বাজারের পৌর হকার্স মার্কেটে গত কয়েক সপ্তাহ ধরে পড়ে আছে বালু আর ইটের কণার স্তুপ।
আর এতে করে বাজারের ক্রেতা ও স্থানীয় ব্যবসায়ীরাসহ ক্ষুদ্র যানবাহন চলাচলে পড়তে হচ্ছে চরম বিপাকে।
খোজ নিয়ে জানা যায়, পৌরসভার ড্রেনেজ কাজে ব্যবহিত মালামাল কাজ সম্পন্ন হওয়ার পরেও ঠিকাদারের উদাসীনতায় এভাবেই পড়ে আছে। স্থানীয় ব্যবসায়ীসহ পথযাত্রীরা হাজীগঞ্জ পৌরসভার মেয়র আ.স.ম মাহাবুব-উল আলম লিপনের সৃ-দৃষ্টি কামনা করেন।
প্রতিবেদক:জহিরুল ইসলাম জয়,১ এপ্রিল ২০২১
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur