চাঁদপুর জেলার হাজীগঞ্জ পৌরসভা নির্বাচনের ফলাফলে বিএনপির বিদ্রোহী প্রার্থীর কারণে দুই বারের মেয়র আব্দুল মান্নান খান বাচ্চুর ধানের শীষকে হারিয়েছে শহর আওয়ামী লীগের সভাপতি মাহবুব-উল আলম লিপন। তিনি ৮২৩ ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন।
বুধবার সকাল ৮টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত টানা ভোটগ্রহণ হয়।
এবারের পৌরসভায় ৩৮৪৬৪ ভোটারের মাঝে ২৮৫৩৪ ভোটার ভোট প্রদান করে। এতে আওয়ামীলীগের প্রার্থী মাহাবুব-উল আলম লিপনের নৌকা প্রতীক পায় ১২৯৯৯ ভোট, বিএনপির প্রার্থী আলহাজ্ব আব্দুল মান্নান খান বাচ্চুর ধানের শীষ প্রতীক পায় ১২১৭৬ ভোট।
এছাড়া বিএনপির বিদ্রোহী প্রার্থী হেলাল উদ্দিন মজুমদারের জগ প্রতীক পেয়েছে ২১৫৪ ভোট, চরমোনাইর প্রার্থী মো. শাহাজাহান মিয়ার হাতপাখা পেয়েছে ৮১৩ ভোট, জাতীয় পাটির সেলিম মিয়ার লাঙ্গল পেয়েছে ১১৩ ভোট ও স্বতন্ত্র প্রার্থী ফারুক চৌধুরীর নারকেল গাছ পেয়েছে ১৬৬ ভোট।
ভোটগ্রহণ শেষে বুধবার বিকাল থেকে রাত ১০ টা পর্যন্ত উপজেলা ই-সেন্টারে জেলা নির্বাচন কর্মকর্তা মো. আতাউর রহমান বেসরকারিভাবে মেয়র, সাধারণ কাউন্সিলর এবং মহিলা কাউন্সিলর প্রার্থীদের ভোটের ফলাফল ঘোষণা করেন।
এর আগে বুধবার সকাল থেকে ভোট চলাকালীন অবস্থায় দুই একটি বিছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণ পরিবেশের মধ্যে দিয়ে নির্বাচন সম্পন্ন হয়।
জহিরুল ইসলাম জয়, হাজীগঞ্জ করেসপন্ডেন্ট
|| আপডেট: ১০:০৮ পিএম, ৩০ ডিসেম্বর ২০১৫, বুধবার
এমআরআর