চাঁদপুরের হাজীগঞ্জ পৌরসভায় কৃষকের সোনালী ধান কেটে দিলেন পৌর ছাত্রলীগ। ২৭ এপ্রিল সোমবার সকাল থেকে দুপুর পযর্ন্ত পৌরসভার ৩ নং ওয়ার্ড ধেররা বিলওয়াই মাঠে চার গোন্ডা সম্পত্তির কেটে কৃষকের বাড়ীতে পৌঁছে দেয়া হয়।
ধান কাটতে নেতৃত্ব দেন হাজীগঞ্জ পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক মেহেদী হাছান রাব্বী।
ধেররা বিলওয়াই গ্রামের কৃষক আওলাদ হোসেন খুশিতে আত্মহারা হয়ে বলেন, আমি ভাবতে পারিনি ছাত্রলীগ ধান কেটে দিবে। তারা আমার পাকা ধান কেটে বাড়ীতে পৌঁছে দিয়েছে।
হাজীগঞ্জ পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক মেহেদী হাছান রাব্বী বলেন, ধান কাটা কষ্টকর কাজ। আমরা ১৫/২০ জন ছাত্রলীগ কর্মী ধান কেটে দিয়েছি। আমরা চেষ্টা করবো দরিদ্র কৃষকের পাশে দাঁড়াতে। শ্রমিক সংকটের কারণে ধান কাটতে বিপাকে পড়ে কৃষকরা। এ দুঃসময়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কৃষকদের পাশে দাঁড়াতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান। আমরা সেই আহবানে ধান কাটার কাজ করতে পেরেছি।
প্রেস বিজ্ঞপ্তি, ২৭ এপ্রিল ২০২০
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur