Home / উপজেলা সংবাদ / হাজীগঞ্জ পৌরসভা নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী আবদুল মান্নান খান বাচ্চু লাঞ্ছিত
হাজীগঞ্জ পৌরসভা নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী আবদুল মান্নান খান বাচ্চু লাঞ্ছিত

হাজীগঞ্জ পৌরসভা নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী আবদুল মান্নান খান বাচ্চু লাঞ্ছিত

হাজীগঞ্জ পৌরসভা নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী আবদুল মান্নান খান বাচ্চু নিজ দলের কর্মীদের হাতে লাঞ্ছিত হয়েছেন। সোমবার সকাল সাড়ে ৯ টায় পৌরসভাধীন টোরাগড় গ্রামে স্বর্ণকলি সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় বিএনপি সূত্রে জানা গেছে, সোমবার সকালে মান্নান খান টোরাগড় গ্রামের ৮নং ওয়ার্ডের বিভিন্ন বাড়িতে গণসংযোগ করেন। সকাল সাড়ে ৯টায় স্বর্ণকলি প্রাথমিক বিদ্যালয় এলাকায় গণসংযোগকালে তাঁর উপর দলের বিক্ষুব্ধ কর্মীরা হামলার চেষ্টা করে। তাদের অভিযোগ মেয়র ও দলের সভাপতির দায়িত্বে থাকাকালীন নেতা-কর্মীদের খোঁজ খবর না নেয়ায় গণসংযোগকালে বিক্ষুব্ধকর্মীরা তাকে অশ্লীল ভাষায় গালিগালাজ করেন। কয়েকজন কর্মী তাঁকে মারধর করতে তেড়ে আসেন। পরে তাঁর সাথে থাকা নেতা-কর্মীরা তাঁকে রক্ষা করেন।

নাম প্রকাশে অনিচ্ছুক বিএনপির পাঁচজন নেতা চাঁদপুর টাইমসকে বলেন, সরকার বিরোধী আন্দোলনের সময় হাজীগঞ্জে বিএনপির নেতা-কর্মীদের নামে ১০১টি মামলা হয়েছে। এসব মামলায় কয়েক হাজার নেতা-কর্মী আসামী হয়েছেন। মান্নান খান ৩২ বছর দলের সভাপতি ও ২ বার মেয়র হয়েছেন। নেতা-কর্মীরা মামলা হামলার সময় ও দলের দুর্দিনে তাঁকে পাশে পায়নি। এখন ভোটের সময় নেতা-কর্মীদের কাছে ভোটের জন্য ধর্ণা দিচ্ছেন।

মান্নান খানের সাথে থাকা পৌর বিএনপির আহবায়ক আবুল বাশার সর্দার বলেন, সেখানে উচ্ছৃঙ্খল কিছু যুবক মান্নান খানকে অশ্লীল ভাষায় গালিগালাজ করেছেন। তারা আমাদের সাথেও দুর্ব্যবহার করেছেন।

|| আপডেট: ০৪:০২ পিএম, ২২ ডিসেম্বর ২০১৫, মঙ্গলবার

এমআরআর