উপজেলা সংবাদ

হাজীগঞ্জ পৌরসভা নির্বাচনে যারা মনোনয়নপত্র জমা দিচ্ছেন

চাঁদপুর জেলার হাজীগঞ্জ পৌরসভায় মেয়র পদে আওয়ামী লীগের লিপন, বিএনপির বাচ্চুসহ ৬৫জন কাউন্সিলরের মনোনয়নপত্র জমা আজ হবে বৃহস্পতিবার। উপজেলা নির্বাচন অফিসারের কার্যালয়ে এসব প্রার্থী তাদের মনোনয়ন পত্রটি জমা দেওয়ার লক্ষ্যে এরই মধ্যে প্রস্ততি নিয়ে রেখেছে বলে জানা গেছে।

এদিকে দেশে প্রথমবারের মতো হতে যাওয়া দলীয় প্রতীকের পৌর নির্বাচনে হাজীগঞ্জ পৌরসভায় মেয়র পদে আওয়ামী লীগের মনোনয়ন প্রদান করা হয়েছে শহর আওয়ামী লীগের সভাপতি মাহবুব-উল-আলম লিপনকে। অপর দিকে বিএনপি থেকে মনোনয়ন প্রদান করা হয়েছে উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও বর্তমান পৌর মেয়র আলহাজ্ব আ. মান্নান খানকে। গত ১ ডিসেম্বর রাতে নিজ নিজ দল থেকে তাদের নামে প্রত্যয়নপত্র ইস্যু করা হয়েছে।

১২টি ওয়ার্ড নিয়ে হাজীগঞ্জ পৌরসভা গঠিত। এতে এ বারের পৌর নির্বাচনে ভোট প্রয়োগ করবেন প্রায় ৩৮ হাজার ৪’শ ৩২জন।
ইতোমধ্যে হাজীগঞ্জ পৌরসভায় মেয়র পদে ৭জন, সংরক্ষিত কাউন্সিলর পদে ১৪জন ও সাধারণ কাউন্সিলর পদে ৪৪জন মনোনয়নপত্র সংগ্রহ করেছে। মেয়র পদে হাজীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক গাজী মাঈনুদ্দিন, শহর আওয়ামী লীগের সভাপতি আসম মাহবুব উল আলম, সাবেক ছাত্রদল নেতা হেলাল উদ্দিন মজুমদার, বিএনপি নেতা একেএম সাহাবুদ্দিন শাহীন ও স্বতন্ত্র প্রার্থী ওমর ফারুক বিএনপি’র বর্তমান মেয়র আলহাজ্ব আ. মান্নান খান ও ইসলামী শাসনতন্ত্র সমর্থিত শাহজাহান মিয়াজী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

সংরিক্ষত কাউন্সিলর পদে মনোনয়নপত্র সংগ্রহকারীরা হলেন ১নং ওয়ার্ড মহিলা কাউন্সিলর পদে মনোয়নপত্র ক্রয় করেছেন ২জন শাহান আরা বেগম (বলাখাল), কাজলী রাণী সরদার (খাটরা বিলওয়াই)। সংরক্ষিত- ২ ওয়ার্ড মহিলা কাউন্সিলর পদে মনোয়ন পত্র ক্রয় করেন ৩জন জেসমিন আক্তার (মকিমাবাদ), আমেনা বেগম (মকিমাবাদ), সাহিদা বেগম (মকিমাবাদ)।সংরক্ষিত ৩নং ওয়ার্ড মহিলা কাউন্সিলর পদে ৪জন মনোয়ন ক্রয় করেন রোকেয়া বেগম (টোরাগড়), সাবিনা ইয়াসমিন (টোরাগড়), জেসমিন আক্তার (টোরাগড়), জোহরা বেগম (এনায়েতপুর)। সংরক্ষিত-০৪ ওয়ার্ড মহিলা ওয়ার্ড কাউন্সিলর পদে ৪জন জাহানারা বেগম (রান্ধুনীমুড়া), রেজিয়া বেগম (রান্ধুনীমুড়া), বিবি হাওয়া (রান্ধুনীমুড়া), তাসলিমা বেগম (রান্ধুনীমুড়া)।

সাধারণ সদস্য ১নং ওয়ার্ড কাউন্সিলর পদে মনোয়নপত্র ক্রয় করেছেন ৬জন হোসেন মোহাম্মদ জামান (বলাখাল), শাহ পরান মজুমদার (শ্রী নারায়ণপুর), আনোয়ার হোসেন (বলাখাল), মোহাম্মদ হাবিবুর রহমান (বলাখাল), আমীর হোসেন (শ্রী নারায়নপুর), আবু তাজের (বলাখাল)।

সাধারণ সদস্য ২নং ওয়ার্ড কাউন্সিলর পদে মনোয়নপত্র ক্রয় করেছেন ৪জন বর্তমান কাউন্সিলর আলাউদ্দিন মুন্সী (বলাখাল), নান্নু মিয়া (ধেররা, বলাখাল), সাখাওয়াত হোসেন (ধেররা), আক্তার হোসেন (বলাখাল) ।

সাধারণ সদস্য ৩নং ওয়ার্ড কাউন্সিলর পদে মনোয়নপত্র ক্রয় করেছেন ৩জন বর্তমান কাউন্সিলর মোহসিন ফারুক (খাটরা বিলওয়াই) রায়হানুর রহমান (খাটরা বিলওয়াই), মো. জসিম উদ্দিন (খাটরা বিলওয়াই)।

সাধারণ সদস্য ৪নং ওয়ার্ড কাউন্সিলর পদে মনোয়নপত্র ক্রয় করেছেন ৩জন বর্তমান কাউন্সিলর হেদায়েত উল্যাহ (মকিমাবাদ), তাজুল ইসলাম (মকিমাবাদ), জাহিদুল ইসলাম আজহার (মকিমাবাদ)।

সাধারণ সদস্য ৫নং ওয়ার্ড কাউন্সিলর পদে মনোয়নপত্র ক্রয় করেছেন ২জন আবুল মোতালেব মজুমদার (মকিমাবাদ), রিটন চন্দ্র সাহা (মকিমাবাদ)।

সাধারণ সদস্য ৬নং ওয়ার্ড কাউন্সিলর পদে মনোয়নপত্র ক্রয় করেছেন ৪জন বর্তমান কাউন্সিলর আবু বকর সিদ্দিক (মকিমাবাদ), মো. শাহ আলম (মকিমাবাদ), মাহববু রহমান (মকিমাবাদ), জাকির হোসেন মোহন (মকিমাবাদ)।

সাধারণ সদস্য ৭নং ওয়ার্ড কাউন্সিলর পদে মনোয়নপত্র ক্রয় করেছেন ২জন আবুল খায়ের মৃধা (টোরাগড় উত্তর), এমরান হোসেন মুন্সী (টোরাগড় উত্তর)।

সদস্য ৮নং ওয়ার্ড কাউন্সিলর পদে মনোয়নপত্র ক্রয় করেছেন ৩জন বর্তমান কাউন্সিলর আবুল কাসেম (টোরাগড় দক্ষিণ), মুরাদ হোসেন (টোরাগড় দ:), হানিফ (টোরাগড় দক্ষিণ)।
সাধারণ সদস্য ৯নং ওয়ার্ড কাউন্সিলর পদে মনোয়নপত্র ক্রয় করেছেন ৪জন বর্তমান কাউন্সিলর শাহাদাত হোসেন বাবুল (কংগাইস), সালেহ আহমেদ (এনায়েতপুর), আয়ুব আলী (কংগাইস), হেলু মিয়া (কংগাইস), মো. খোরশেদ আলম (কংগাইস), মোস্তফা কামাল (কংগাইস), আজাদা হোসেন (কংগাইস)।

সাধারণ সদস্য ১০নং ওয়ার্ড কাউন্সিলর পদে মনোয়নপত্র ক্রয় করেছে ৫জন বর্তমান কাউন্সিলর আবদুল অদুদ (রান্ধুনীমুড়া), মানিক মিয়া (রান্ধুনীমুড়া), মো. বিল্লাল হোসেন (রান্ধুনীমুড়া), খোরশেদ আলম (রান্ধুনীমুড়া), ছৈয়দ আলী আজ্জম (রান্ধুনীমুড়া)।

সাধারণ সদস্য ১১নং ওয়ার্ড কাউন্সিলর পদে মনোয়নপত্র ক্রয় করেছে ৪জন বর্তমান কাউন্সিলর আলী আকবর, মো. শুকু মিয়া (রান্ধুনীমুড়া), মুন্সী মোহাম্মদ মনির (রান্ধুনীমুড়া), মঞ্জুর হোসেন (রান্ধুনীমুড়া), ।

সাধারণ সদস্য ১২নং ওয়ার্ড কাউন্সিলর পদে মনোয়নপত্র ক্রয় করেছে ৩জন বর্তমান কাউন্সিলর নুরুল ইসলাম বেপারি (রান্ধুনীমুড়া), মো. সেলিম (রান্ধুনীমুড়া), শাহ আলম (রান্ধুনীমুড়া)।

জহিরুল ইসলাম জয়, হাজীগঞ্জ করেসপন্ডেন্ট

|| আপডেট: ০৪:০৪ পিএম,০২ ডিসেম্বর ২০১৫, বুধবার

এমআরআর  

 

Share