হাজীগঞ্জ পৌরসভায় ৪০ কোটি ৮৬ লাখ টাকার বাজেট পেশ

চাঁদপুর জেলার অন্যতম বাণিজ্যিক কেন্দ্র হাজীগঞ্জ পৌরসভার নব নির্বাচিত মেয়র আ.স.ম মাহবুব-উল আলম লিপন বুধবার (২৯ জুন) পৌর ভবনে বিশিষ্টজনদের উপস্থিতিতে ২০১৬-১৭ অর্থ বছরের প্রায় ৪১ কোটি টাকার মেধা বাজেট পেশ করেন।

প্রস্তাবিত বাজেটে নিজস্ব খাতে ১৫ কোটি ১৪ লক্ষ এক হাজার টাকা সম্ভাব্য আয়, ১৩ কোটি ৮৪ লক্ষ ৪০ হাজার টাকা ব্যয় ধরা হয়েছে।

উন্নয়ন খাতে আয় ধরা হয়েছে ২৫ কোটি ৭২লক্ষ ৪৯ হাজার টাকা,ব্যয় ২২ কোটি ৭৯ লক্ষ ৫৭ হাজার টাকা।

মোট আয় দেখানো হয়েছে ৪০ কোটি ৮৬ লক্ষ ৫০ হাজার টাকা আর ব্যয় দেখিয়েছেন ৩৬ কোটি ৬৩ লক্ষ ৯৭ হাজার ৫শ টাকা।

তিনি আগামী অর্থবছরের বাজেট যাতে গণমুখী, জনকল্যানকর ও বাস্তবসম্মত হয় সে ব্যাপারে টাউন লেভেল কো-অর্ডিনেশন কমিটির সদস্যবৃন্দের সাথে মতবিনিময় করে নতুন অর্থবছরের প্রস্তাবিত বাজেট সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়।

এর আগে অধিবেশনের শুরুতে উপস্থিত সকলকে শুভেচ্ছা জানিয়ে মেয়র বলেন, ‘বলেন গত ৩০ ডিসেম্বর ২০১৫ তারিখে অনুষ্ঠেয় পৌর নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত প্রার্থী হিসেবে নৌকা প্রতীকে আপনাদের ভোটে বিজয়ী হয়ে মেয়র নির্বাচিত হয়েছি। প্রথমবারের মতো হাজীগঞ্জ পৌরসভার মেয়র হিসেবে দায়িত্ব গ্রহণের পরপরই পৌর পরিষদ এলাকার জনগুরুত্বের কথা বিবেচনায় জরুরি অগ্রাধিকার ভিত্তিতে ১০০ দিনের কর্মপরিকল্পনা গ্রহণ করি যার বাস্তবায়ন চিত্র আপনাদের সম্মুখে আনুষ্ঠানিকভাবে উপস্থাপন করেছি।’

উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, ‘ক্রমের অংশ হিসেবে হাজীগঞ্জ থানায় প্রায় ১০ লাখ টাকা ব্যয়ে পুলিশ ব্যারাক নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে। পাশাপাশি ১০০ দিনের কর্মসূচির বাহিরে ভ বিষ্যত কর্মপরিকল্পনার অংশ হিসেবে ডাকাতিয়া নদীর পাশ দিয়ে পৌর শশ্মান ঘাট থেকে শুরু করে বোয়ালজুরি খালের মুখ পর্যন্ত ওয়াকওয়ে ও বিনোদন পার্ক স্থাপনসহ পৌর এলাকার সার্বিক উন্নয়ন প্রকল্পসমূহ পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে।’

তিনি আরো বলেন, ‘পৌর এলাকার রাস্তাঘাট, ব্রীজ-কালভার্ট, ড্রেন নির্মাণ, স্ট্রিট লাইটিং, পানি সরবরাহ লাইন বৃদ্ধি, পানি শোধনাগার প্লান্ট স্থাপনসহ নানাবিধ প্রকল্পের মাধ্যমে পৌররবাসীকে নাগরিক সুবিধা প্রদানের করার নিরলস প্রচেষ্টা চালাচ্ছি।’

বাজেট প্রসঙ্গে তিনি বলেন, ‘বিগত দিনের ধারাবাহিকতায় আগামী বাজেটে পৌর এলাকার সার্বিক উন্নয়ন কার্যক্রমকে প্রাধান্য দেয়া হয়েছে। পৌরবাসীর ওপর নতুন কোনো কর আরোপ ছাড়াই ১৬-১৭ অর্থ বছরের প্রস্তাবিত এ বাজেট প্রস্তুত করা হয়েছে।’

পৌর এলকার সমস্যা নিরসনে তিনি বলেন, ‘হাজীগঞ্জ পৌরসভা চাঁদপুর জেলার অন্যতম ব্যাবসায়ীক প্রাণকেন্দ্র। এ বিষয়কে কেন্দ্র করে আধুনিক নগরায়নের ক্রমবর্ধমান প্রসারের ফলে সৃষ্টি হচ্ছে নানাবিধ সমস্যা যার মধ্যে অন্যতম পানি নিষ্কাশনে প্রতিবন্ধকতা ও জলাবদ্ধতা। সবদিক বিবেচনা করে নতুন বাজেটে ড্রেনেজ ব্যবস্থা সংস্কার, স্বাস্থ্য ও পয়ঃপ্রণালী (বর্জ্য ব্যবস্থাপনা) এবং প্রচার (উদ্ধুদ্ধকরণ) খাতে গুরুত্ব সহকারে বরাদ্দ রাখা হয়েছে।’

সর্বশেষ মেয়র বলেন, সকল প্রকার দূর্নীতি, স্বজনপ্রীতির উর্দ্ধে উঠে সততা, আন্তরিকতা, নিষ্ঠা ও নিরপেক্ষতার সাথে হাজীগঞ্জ পৌরসভার উন্নয়নের সার্বিক লক্ষ্যে কাজ করে যাচ্ছি এবং যাবো। কোন করারোপ ছাড়াই এবারের বাজেট ঘোষণা করলাম। উচ্চাবিলাসী বা অবাস্তব বিশাল আকারের বাজেট দিয়ে আমরা জনগণকে বিভ্রান্ত করতে চাই না। আমি বিশ্বাস করি মহান আল¬¬াহ তা’য়ালা সহায় থাকলে এবং আপনাদের স্বতঃস্ফুর্ত সহযোগিতা অব্যাহত থাকলে এ বাজেট বাস্তবায়ন করতে পারবো ইনশাল্ল¬াহ।

এ সময় পৌরসভার সচিব নূরে আজম বিনতে শরীফ, ‘হিসাব রক্ষক কর্মকর্তা শফিকুর রহমান, কর কর্মকর্তা আবু ইউসুফ, হাজীগঞ্জ শহর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সৈয়দ আহম্মেদ খসরু, যুগ্ম সাধারণ সম্পাদক মুন্সী মনির, প্যানেল মেয়র শুকু মিয়াসহ সকল কাউন্সিলরগণ উক্ত বাজেট অনুষ্টানে উপস্তিত ছিলেন।

প্রস্তাবিত বাজেটে হাজীগঞ্জ শহরের সৌন্দর্য বৃদ্ধির লক্ষ্যে নানাবিধ উন্নয়ন প্রকল্প গ্রহন। নতুন সড়ক বাতির লাইন স্থাপন ও সম্প্রসারণে গুরুত্ব দেয়া হয়েছে।

প্রতিবেদক- জহিরুল ইসলাম জয়, স্টাফ করেসপন্ডেন্ট, হাজীগঞ্জ

Share