Home / উপজেলা সংবাদ / হাজীগঞ্জ / হাজীগঞ্জ পিরোজপুরে সোনাইমুড়ি দিঘির পারে বাৎসরিক ওরশ শরীফ
পিরোজপুরে

হাজীগঞ্জ পিরোজপুরে সোনাইমুড়ি দিঘির পারে বাৎসরিক ওরশ শরীফ

প্রতিবছরের ন্যায় এবারও শাহেন শাহে বেলায়েত হযরত খাজা গরীবে নেওয়াজ মইনুদ্দিন চিশতী রাঃ এর পবিত্র খোশরোজ শরীফ উপলক্ষে হতাশ সুফি সাধক হাজা মোশারফ হোসেন মুশু চিশতির স্মরণে হাজীগঞ্জে খানকায়ে চিশতিয়া রহমানিয়া দরবার শরীফ এর শাখা পিরোজপুর ঐতিহাসিক সোনাই বিবির দিঘীরপাড় বাৎসরিক ওরশ শরীফ উপলক্ষে ওয়াজ ও মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ২০ এপ্রিল রবিবার বাদ আসর কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা শুরু বাদ মাগরিব থেকে ওয়াজ ও দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। পুরো অনুষ্ঠান আয়োজন ও দায়িত্বে ছিলেন চাঁদপুর রহমানিয়া দরবার শরীফের শাহ সুফি সাধক মোশারফ হোসেন মুশু চিশতির মুরিদ শাহ মোহাম্মদ শাহাজান।

উক্ত অনুষ্ঠানে ওয়াজ ও দোয়া মিলাদ মাহফিল মোনাজাত পরিচালনা করেন প্রধান অতিথি বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামায়াত চাঁদপুর সদর উপজেলা কমিটির সভাপতি ও রহমানিয়া দরবার শরীফের ভক্ত
মাওলানা মিজানুর রহমান চিশতী চাঁদপুরী, এসময় তিনি বলেন আপনারা জানেন অলিকুলের সম্রাট পিরানি পীর মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী মায়ের গর্ব থেকে 18 সি পরা কোরআন মুখস্ত করে পৃথিবীতে আসেন শুধু তাই নয় মায়ের গর্ব থেকে তিনি অনেক খেলা দেখিয়েছেন। আমাদের বড় পীর আব্দুল কাদের জিলানী তিনিও আহালে বয়াত গ্রহণ করেছেন এটা আল্লাহর হুকুম । আহলে বায়াত গ্রহণ করা তাহা কোরআনে উল্লেখ্য করা হয়েছে। বড় পীর যখন রুহু জগতে ছিলেন তখন তিনি বারবার নবীদের কাতারে দাঁড়িয়ে ছিলেন।

আমাদের শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু ওয়া সাল্লাম এরপর আর কোন নবী আসবে না পৃথিবীতে এটা আল্লাহর হুকুম । এই জন্য তাকে অলিকুলের সম্রাটের কাতারেই রেখেছেন পীরানি পীর বড় পীর মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রহঃ। আসুন আমরা হক্কানী পীরের কাছে গিয়ে আহলে বায়াত গ্রহণ করি।

প্রধান মেহমান হিসেবে ওয়াজ করেন হযরত মাওলানা মুহাম্মদ আলী আল কাদরী, প্রধান বক্তা হিসেবে আরো ওয়াজ করেন দৌগাইয়া চাঁদপুর দরবার শরীফের খাদেম হযরতুল আল্লামা জহিরুল ইসলাম আল কাদরি, বিশেষ বক্তা হিসেবে ওয়াজ করেন হযরতুল আল্লামা দেলোয়ার হোসেন আল কাদেরী আল আবেদী।

এসময় উপস্থিত হয়ে বক্তব্য রাখেন ইউনিয়ন বিএনপির আহবায়ক মোহাম্মদ খোকন মিয়া, মিলাদ কায়েম করান রহমানিয়া দরবার শরীফের ভক্ত মোহাম্মদ লোকমান হোসেন খান।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মঈনীয়া ভক্ত ও দৈনিক চাঁদপুর সময় এর প্রকাশক মোহাম্মাদ এরশাদ খান, বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদ চাঁদপুর জেলা কমিটি সাধারণ সম্পাদক মোহাম্মদ আবুল হাসেম গাজী,
অনুষ্ঠান সভাপতিত্ব করেন সভাপতি ৩ নং কালচো উত্তর ইউনিয়ন গাউছিয়া কমিটি হাজী মোহাম্মদ আব্দুর রাজ্জাক মজুমদার, পরিচালনা করেন খতিব পিরিজপুর উত্তরপাড়া মজুমদার বাড়ি জামে মসজিদ হাফেজ মাহবুব আলম মজুমদার, মাহফিল তত্ত্বাবধানে ছিলেন খতিব ওয়ারিস প্রধানিয়া জামে মসজিদ তারা পাল্লার হযরত মাওলানা বোরহান উদ্দিন ।

অনুষ্ঠানে রহমানিয়া দরবার শরীফের ভক্ত ও শাহ মোঃ শাহজাহানের ভক্তবৃন্দ উপস্থিত ছিলেন। পরে মিলাদ শেষের সবার মাঝে তাবারক বিতরণ করা হয়। এরপর শুরু হয় সারা রাত শ্যামা মাহফিল শেষে মোনাজাতের মাধ্যমে শেষ করেন বাৎসরিক ওরশ শরীফ।

প্রতিবেদক: এম কে এরশাদ