চাঁদপুরের হাজীগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) ডিজিটাল পদ্ধতিতে বার্ষিক পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয়েছে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহাবুবুল আলম মজুমদার।
তিনি বক্তব্যে বলেন, ‘সরকার যেভাবে ডিজিটাল পদ্ধতি শিক্ষা ক্ষেত্রে প্রয়োগ করেছে তাতে সবাইকে এগিয়ে আসতে হবে। আজ যেমন হাজীগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় বার্ষিক পরীক্ষার ফলাফল ডিজিটাল পদ্ধতিতে ফলাও করে ঘোষণা করেছে আমার বিশ্বাষ পর্যায়ক্রমে এ বিদ্যালয়কে অনুকরণ করে উপজেলার অন্যান্য বিদ্যালয়গুলো শিক্ষার্থীদের ফলাফল প্রকাশ করবে।’
হাজীগঞ্জ শহর আওয়ামী লীগ ও বিদ্যালয়ের সভাপতি সৈয়দ আহমেদ খসরুর সভাপতিত্বে ও সহকারী শিক্ষক আকবর হোসেনের পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.দেলোয়ার হোসেন ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, হাজীগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শাহ্ আলী রেজা আশ্রাফী,ব্যাংক এশিয়া হাজীগঞ্জ জোনাল ম্যানেজার সঞ্জয় সাহা, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য বিল্লাল হোসেন।
এ সময় বিদ্যালয়ের শিক্ষার্থী ও অভিভাবক ও স্থানীয় গন্যমান্যরা উপস্থিত ছিলেন।
নিউজ ডেস্ক ।। আপডটে, বাংলাদশে সময় ৮ : ০০ এএম, ৩০ ডিসেম্বর ২০১৬ শুক্রবার
ডিএইচ