চাঁদপুরে হাজীগঞ্জ পৌরসভার নব-নির্বাচিত মেয়র আ.স.ম মাহবুব-উল আলম লিপন ফুলে ফুলে সিক্ত। ৩০ জানুয়ারি ২য় বারের মত বিপুল ভোটে মেয়র নির্বাচিত হওয়ার পর থেকে প্রতিদিন বিভিন্ন সংঘঠন, রাজনৈতিক, সামাজিক ব্যক্তিত্বদের দেওয়া প্রায় শতাধিক ফুলের তড়া জমা হয়ে পড়েছে বলে জানা যায়।
মেয়রের ব্যক্তিগত ও বিভিন্ন ব্যক্তি এবং সংগঠনের ফেইজবুক ফেইজে ফুলেল শুভেচ্ছার ছবি ইতিমধ্যে ভাইরাল হয়েছে। জনপ্রিয় এ মেয়রের কর্মদক্ষতার কারনে নগর বাসী এখন গনসংবর্ধনার অপেক্ষায় রয়েছে বলে জানা যায়।
এ বিষয়ে নব-নির্বাচিত মেয়র আ.স.ম মাহবুব-উল আলম লিপন বলেন, আমি বিগত ৫ বছরে শেখ হাসিনা সরকারের উন্নয়নের ছোঁয়া পৌরবাসীর মাঝে পৌছে দেওয়ার চেষ্টা করেছি, তাই তারা ২য় বার আমাকে বিপুল ভোটে নির্বাচিত করে একের পর এক ফুলেল শুভেচ্ছা জানিয়ে আসছেন। এ জন্য আমি দলমত নির্বিশেষে সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি।
প্রতিবেদক:জহিরুল ইসলাম জয়,৩ ফেব্রুয়ারি ২০২১
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur