হাজীগঞ্জের দেশগাঁও ডিগ্রি কলেজে ২০২১-২২ একাদশ শ্রেণি পাঠদান অনুষ্ঠানের শুভ উদ্বোধন ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়।
২ মার্চ বুধবার কলেজ ক্যাম্পাসে অধ্যক্ষ মো. আজহারুল কবীরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, কলেজের প্রতিষ্ঠাতা সদস্য সামসুল আলম স্বপন।
দেশগাঁও ডিগ্রি কলেজের বাংলা বিভাগের অধ্যাপক আ. মান্নানের সঞ্চলনায় বক্তব্য রাখেন, উপাধ্যক্ষ মো. জাহাঙ্গীর হোসেন, সিনিয়র সহকারী অধ্যাপক শহিদুজ্জামান মহন, অধ্যাপক শাহ আলী, ২য় বর্ষের ছাত্রী খাদিজা আক্তার প্রমুখ।
একই দিন ২০২১ সালে ১৮ জন এ প্লাস প্রাপ্ত শিক্ষার্থীদের ক্রেস্ট প্রদানের মাধ্যমে সংবর্ধনা দেওয়া হয়।
দেশগাঁও ডিগ্রি কলেজে শিক্ষকমন্ডী ও স্টাফসহ প্রায় অধ্যশত জনবলের প্রচেষ্টায় প্রতিবছর প্রায় শতভাগ পাশের ধারা অব্যাহত রেখে আসছেন প্রতিষ্ঠানটি।
প্রতিবেদক: জহিরুল ইসলাম জয়,২ মার্চ ২০২২
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur