চাঁদপুরের হাজীগঞ্জ বাজারের মেডিসিন কর্ণারের মালিক এনামুল হক তালালের ওপর হামলার ঘটনা নিরসনের লক্ষ্যে মঙ্গলবার সন্ধ্যায় হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির কার্যালয়ে একটি বৈঠক হয়।
সরকার মেডিকেল হলের আবেদনের প্রেক্ষিতে হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতি ও কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতিকে সম্মান জানিয়ে মেডিসিন কর্ণারের মালিক এনামুল হক তালাল বৈঠকে অংশ গ্রহণ করেন।
বৈঠকে সরকার মেডিকেল হলের সত্ত¡াধিকারি নিকাশের দেয়া আবেদনে আনিত অভিযোগ মিথ্যা প্রমাণিত হয়। পরে তার ভাই সুজন সরকার ও নিকাশ দুঃখ প্রকাশ করে মেডিসিন কর্ণারের মালিক এনামুল হক তালালের নিকট ক্ষমা চেয়েছেন।
হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ সরকার মেডিকেলের ৩০ হাজার টাকা জরিমানা করলে এনামুল হক তালাল ওই জরিমানার টাকা না নিয়ে উদারতার পরিচয় দেন।
ভবিষ্যতে এ ধরণের কর্মকান্ড হুঁশিয়ারি করে মুছলেকা রাখা হয়।
অন্যদিকে সরকার মেডিকেলের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের জন্য সকল প্রকার সহযোগিতার জন্য মেডিসিন কর্ণারের মালিক এনামুল হক তালালের প্রতি আহবান জানিয়েছেন সমিতির নেতৃবৃন্দ।
ওইসময় উপস্থিত ছিলেন, হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি রোটাঃ আহসান হাবিব অরুন, সাধারণ সম্পাদক হায়দার পারভেজ সূজন, কেমেষ্টি এন্ড ড্রাগিস্ট সমিতির সভাপতি সোলেমান মজুমদার, সহ-সভাপতি জীবন কৃষ্ণ সাহাসহ বিভিন্ন নেতৃবৃন্দ।
জানতে চাইলে হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক হায়দার পারভেজ সূজন বলেন, হাজীগঞ্জ বাজার ব্যবসায়ীদের শান্তি শৃংখলা বজায় রাখার লক্ষ্যে আমরা সবসময় চেষ্টা করে আসছি। হাজীগঞ্জ উপজেলার কেমেষ্টি এন্ড ড্রাগিস্ট সমিতির সহায়তায় সরকার মেডিকেল হল ও মেডিসেন কর্ণারের মালিক তালাল ভাইয়ের সাথে বিরোধ নিরসনের লক্ষ্যে বৈঠক হয়েছে।
প্রসঙ্গত, গত ৭ ডিসেম্বর বৃহস্পতিবার দুপুরে হাজীগঞ্জ বাজারের আখড়া মার্কেটের মেডিসিন কর্ণারের মালিক এনামুল হক তালালের ওপর অর্তকিত হামলা করে সরকার মেডিকেল হলের সত্ত¡াধিকারী সূজন ও নিকাশ। এ ঘটনায় হাজীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন মেডিসিন কর্ণারের মালিক এনামুল হক তালাল।
ওই ঘটনার পর থেকে সরকার মেডিকেল হল কর্তৃপক্ষ বিষয়টি সমাধানের জন্য হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির দ্বারস্থ হয়।
এ সংক্রান্ত আগের প্রতিবেদন-
চাঁদপুর ড্রাগ কর্মকর্তার হাজীগঞ্জে দু’ফার্মেসী মালিকের হাতাহাতি
জহিরুল ইসলাম জয়
: আপডেট, বাংলাদেশ সময় ১১:৪০ পিএম, ১৯ ডিসেম্বর ২০১৭, মঙ্গলবার
ডিএইচ