চাঁদপুরের হাজীগঞ্জ থানা পুলিশের উদ্যোগে আইনঙ্খৃলা বিষয়ক ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে। রবিবার হাজীগঞ্জ থানা প্রাঙ্গণে প্রধার অতিথির বক্তব্য রাখেন চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার সোহেল মাহমুদ।
এ সময় সোহেল মাহমুদ বলেন, আমরা অপরাধীদের ধরি, আর জনপ্রতিনিধিরা আসেন ছেড়ে নিতে, তাহলে সমাজ থেকে মাদক, ইভটিজিং, বাল্যবিবাহ, কিশোর গ্যাংদের বিরুদ্ধে শক্ত অবস্থান নেওয়া সম্ভব হবে না। তাই আমরা চাই আপনারা সচেতন হয়ে পুলিশকে সহযোগিতা করুণ, তাহলে আপরাধ নিমূল সম্ভব হবে।
হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জোবাইর সৈয়দের সভাপতিত্বে ও (ওসি) তদন্ত ইব্রাহীম খলিলের সঞ্চলনায় এ সময় আরো বক্তব্য রাখেন, জেলা পরিষদের প্যানাল চেয়ারম্যান হাজী জসিম উদ্দিন, উপজেলা কমিউনিটি পুলিশিং এর সভাপতি আলী আশ্রাফ দুলাল, সাধারন সম্পাদক আশফাকুল আলম চৌধুরীসহ প্রায় শতাধিক লোকজন উপস্থিত ছিলেন।
প্রতিবেদক: জহিরুল ইসলাম জয়, ১৩ মার্চ ২০২২
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur