চাঁদপুরের হাজীগঞ্জ থানার প্রবেশ পথে জীবাণুনাশক চেম্বার করা হয়েছে। ওই চেম্বারে প্রবেশ করলে অটোমেটিক শরীরে স্প্রে হয়ে যাবে।
১১ মে সোমবার বিকালে এই চেম্বারের কা্যক্রম উদ্বোধন করেন হাজীগঞ্জ থানা অফিসার ইনচার্জ মো.আলমগীর হোসেন রনি।
তিনি বলেন, থানায় প্রতিনিয়ত মানুষের যাতায়াত হচ্ছে। সারাদেশে প্রশাসনিক বিভাগে পুলিশ সবচেয়ে বেশি করোনা ভাইরাসে আক্রান্ত। তাই দেরিতে হলেও আমরা জীবানুনাশক চেম্বার করতে পেরেছি। এতোদিন হাতে স্প্রে করে থানায় প্রবেশের ব্যবস্থা রেখেছি।
তিনি আরো বলেন, চেম্বার দিয়ে প্রবেশ করে মুল গেইট অতিক্রম করে বেসিনে হাত দুয়ে থানায় ঢুকতে হবে। আমরাই প্রথম চাঁদপুরে এমন ব্যবস্থা করেছি।
উল্লেখ্য, চাঁদপুর সদর মডেল থানায় আটজন করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছে। সেই থেকে জেলার আটটি থানা পুলিশের মাঝে আতংক বিরাজ করছে।
স্পেশাল করেসপনে্ডট,১১ মে ২০২০
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur