হাজীগঞ্জ

হাজীগঞ্জ থানার দু’কনস্টেবল সম্মানিত

চাকরি জীবন শেষ হওয়ায় হাজীগঞ্জ থানার দু’পুলিশ কনস্টেবলকে মনিবার (২৫ আগস্ট ) বিদায় সংবর্ধনা দিয়ে সম্মানিত করলেন হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো.জাবেদুল ইসলাম ।

এ সময় তাদের চাকরি জীবনের সাফল্য তুলে ধরে তাদেরকে ফুলেল শুভেচ্ছা জানান ও পাঞ্জাবি,জায়নামাজ ও ছাতাসহ উপহার সামগ্রী দিয়ে সম্মানিত করেন। এসব উপহার ওসি মো.জাবেদুল ইসলামের ব্যক্তিগত উদ্যোগে দেয়া হয়েছে বলে জানা যায়।

এ বিষয়ে ওসি (তদন্ত) মো.আব্দুল মান্নান জানান, সাধারণত বড় কোনো কর্মকর্তার ক্ষেত্রে বিদায় সংবর্ধনা বা অনুষ্ঠান হয়ে থাকে। কিন্তু প্রথম বারের মতো কনস্টেবলদের বিদায় সংবর্ধনা জানালেন ওসি। এমন সম্মান পাওয়ায় দু’কনস্টেবল আবেগাপ¬øুত হয়ে পড়েন।

তারা জানান,সারাজীবন অন্যের প্রাপ্তিতে শুধু নিজেরা হাততালি দিয়ে এসেছেন। নিজেদের বিদায়ের সময় এমন সম্মান পাবেন তা কখনো কল্পনাও করেননি।

ওসি মো.জাবেদুল ইসলাম জানান, একজন পুলিশ সদস্য সারা জীবন ইউনিফর্ম পরে দেশ ও জাতির জন্য তার মেধা ও শ্রম দিয়ে অক্লান্ত পরিশ্রম করেন। অথচ বিদায়ের সময় ওই প্রিয় ইউনিফর্মটি জমা দিয়ে অবসরে যেতে হয়। এ খালি হাতে ফিরে যাওয়ার সময় তাদেরকে ফুল ও উপহার সামগ্রী দিয়ে সম্মান জানালাম।

অবসরপ্রাপ্তরা হলেন-কনস্টেবল (৩৫২)আব্দুর রশিদ,কনস্টেবল (৩৪৫) শাহাদাত হোসেন । এসময় উপস্থিত ছিলেন, থানার সেকেন্ড অফিসার উপ-পরিদর্শক মো.খলিলুর রহমান,উপ-পরিদর্শক মো.মাইন উদ্দিন, উপ-পরিদর্শক জসিম উদ্দিন ও কনস্টেবল ইসমাইল।

প্রতিবেদক : জহিরুল ইসলাম জয়
আপডেট, বাংলাদেশ সময় ৮: ২০ পিএম, ২৫ আগস্ট ২০১৮,শনিবার
এজি

Share