হাজীগঞ্জ ডিগ্রী কলেজে বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালিত

হাজীগঞ্জ ডিগ্রী কলেজে যথাযথ মর্যাদায় জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১ তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে।

১৭ মার্চ বৃহস্পতিবার সকালে দিবসটি উপলক্ষে কলেজের অধ্যক্ষ মো. মাসুদ আহাম্মদের নেতৃত্বে জাতীর জনকের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পন, কেক কাটা ও আলোচনা সভা এবং জাতীর জনকের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।

এরপর কলেজের ছাত্র-শিক্ষক মিলনাতয়নে শিক্ষার্থীদের অংশগ্রহণে সভায় বঙ্গবন্ধু আত্ম্যজীবনী নিয়ে স্মৃতিচারণ করে স্বাগত ও সমাপনী বক্তব্য রাখেন, অধ্যক্ষ মো. মাসুদ আহাম্মদ। এছাড়াও বক্তব্য রাখেন, বিদ্যোৎসাহী সদস্য বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ফরহাদ হোসেন, অধ্যাপক স্বপন কুমার পাল, অভিভাবক সদস্য শামছুজ্জামান মুন্সী, উপাধ্যক্ষ মো. আনোয়ার উল্যাহ্, সহকারী অধ্যাপক মোহাম্মদ মাকছুদুর রহমান, ইয়াছিন মিয়া, প্রভাষক সুমন মিয়া প্রমুখ।

বক্তব্য শেষে কেক কাটা, মিলাদ, দোয়া ও মোনাজাত করেন, সহকারী অধ্যাপক মফিজুর রহমান।

প্রতিবেদক: জহিরুল ইসলাম জয়, ১৭ মার্চ ২০২২

Share