চাঁদপুরের কচুয়া পৌরসভাধীন মুক্তিযোদ্ধা বিপনী বিতানের সামনের সড়কটি ব্যবসায়ীদের নিজ অর্থায়নে বালু ও ইটা দিয়ে স্বেচ্ছাশ্রমে সংস্কার করা হয়েছে।
রাস্তাটি দীর্ঘদিন ধরে জনচলাচলে অনুপোগিতা থাকায় ওই মার্কেটের দু’পাশ্বের ব্যবসায়ীরা নিজের অর্থায়ানে গতকাল বুধবার ইটা-বালু দিয়ে রাস্তাটি’র সংস্কার কাজ শুরু করেন।
কচুয়া বাজারের ব্যবসায়ী ডা. এনামুল হক মিন্টু, জয় কর্মকার ও লাইব্রেরী ব্যবসায়ী মোঃ আব্দুর রাজ্জাক বলেন, দু’পাশ্বে ড্রেনেজ না থাকায় রাস্তাটি পৌর কর্তৃপক্ষ সংস্কার করলেই ক’দিন যেথে না যেথেই তা ভেঙ্গে যায়।
রাস্তা ভাঙ্গা থাকায় প্রতিনিয়ন ক্রেতা শূন্য থাকে এ মার্কেট গুলোতে। রাস্তাটি সংস্কার হলে ও দু’পাশে ড্রেনেজ ব্যবস্থা থাকলে ডাক বাংলো মার্কেট ও মুক্তিযোদ্ধা মার্কেটে ক্রেতা বিক্রেতারা শান্তিতে ব্যবসা পরিচালনা করতে পারবে।
তাই পৌর কর্তৃপক্ষের কাছে রাস্তাটি দ্রুত গতিতে মেরামত ও ড্রেনেজ ব্যবস্থা গ্রহণের দাবি করেছেন ব্যবসায়ীরা।
প্রতিবেদক- জিসান আহমেদ নান্নু
আপডেট, বাংলাদেশ সময় ১০:১০ পিএম, ৫ জুলাই ২০১৮, বৃহস্পতিবার
ডিএইচ