Home / উপজেলা সংবাদ / হাজীগঞ্জ / হাজীগঞ্জ উপজেলায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন
Uno haji

হাজীগঞ্জ উপজেলায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস দিবসে হাজীগঞ্জ উপজেলা কর্তৃক আয়োজিত ও উপজেলা সম্মেলন কক্ষে এ অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার মো.ইবনে আল জায়েদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো.মহিউদ্দিন আহমেদ এবং ঐতিহাসিক বড় মসজিদের মোতওয়াল্লী বিশিষ্ট সমাজবিজ্ঞানী প্রিন্স শাকির আহমেদ। অন্যান্য কর্মসূচির মধ্যে ছিল- বীরমুক্তিযোদ্ধাদের সম্মামনা ,আলোচনা সভা ।

এছাড়াও উপজেলা পর্যায়ের বিভিন্ন কর্মকর্তা শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও শিক্ষার্থীগণ এ মহান স্বাধীনতা দিবসের পুরস্কার ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন্ । স্বাধীনতা দিবস উপলক্ষে বিভিন্ন প্রতিযোগিতার প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থান অধিকারীদের বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরষ্কার বিতরণ করা হয় ।

নিজস্ব প্রতিবেদক
২৬ মার্চ ২০২৫
এজি