হাজীগঞ্জ উপজেলা প্রশাসনের ইফতার ও দোয়া

বহু বছর পর হাজীগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। বুধবার উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত ইফতার মাহফিলে টেলিকনফারেন্সে প্রধান অতিথির বক্তব্য রাখেন, চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) নির্বাচনী এলাকার সংসদ সদস্য মেজর. অব. রফিকুল ইসলাম বীরউত্তম।

গত প্রায় ৭ বছর পর এবারে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাশেদুল ইসলামের সার্বিক ব্যবস্থাপনায় ইফতার মাহফিলে প্রশাসনের কর্মকর্তা, পরিষদের চেয়ারম্যান, শিক্ষকমন্ডী ও সুশীল সমাজের নেতৃবৃন্দ ও সাংবাদিকদের নিয়ে ইফতার পাটির আয়োজন করা হয়।

উক্ত অনুষ্ঠানে উপজেলা চেয়ারম্যান গাজী মাইনুদ্দিন, পৌর মেয়র আ.স.ম মাহবুব-উল আলম লিপন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মেহেদী হাসান মানিক, অতিরিক্ত পুলিশ সুপার (হাজীগঞ্জ ও ফরিদগঞ্জ সার্কেল) মো. সোহেল মাহমুদ, হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জোবাইর সৈয়দ উপস্থিত ছিলেন।

এসময় উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আবু তাহের, জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ রোটা. আহসান হাবিব অরুন, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব সৈয়দ আহম্মদ খসরু, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মির্জা শিউলী পারভীন মিলি, ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল হাদী, মানিক হোসেন প্রধানীয়া, ইউসুফ প্রধানীয়া সুমন, মজিবুর রহমান মজিব, নুরুল আমিন হেলাল, কাজী নুরুর রহমান বেলাল, গিয়াস উদ্দিন বাচ্চু, একেএম মজিবুর রহমান উপস্থিত ছিলেন।

ইফতার মাহফিলে উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ্ব সেলিম মিয়া সহ উপজেলার বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সাংবাদিক, সুধীসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

পরে দেশ ও জাতির মঙ্গল কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন উপজেলা মসজিদের ইমাম মাওলানা মো. ফয়সাল হোসাইন।

প্রতিবেদক: জহিরুল ইসলাম জয়, ২৭ এপ্রিল ২০২২

Share