চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলা পরিষদ ও হাজীগঞ্জ পৌরসভার দুই দুই বারের সাবেক নির্বাচিত চেয়ারম্যান, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও হাজীগঞ্জ ডিগ্রী কলেজের সাবেক শিক্ষক অধ্যাপক আবদুর রশিদ মজুমদার সোমবার দিবাগত রাত পৌনে একটার দিকে নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছে প্রায় (৭৫) বছর। তিনি মৃত্যুকালে এক ছেলেসহ অসংখ্য গুনগ্রাহী রেখে যান।
তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন, হাজীগঞ্জ – শাহরাস্তি নির্বাচনী এলাকার সাংসদ মেজর (অব.) রফিকুল ইসলাম বীর উত্তম শোক প্রকাশ করেন। এছাড়াও চাঁদপুর জেলা আওয়ামীলীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য আন্তর্জাতিক জ্বালানি বিশেষজ্ঞ পাওয়ার সেলের মহাপরিচালক ইঞ্জিঃ মোহাম্মদ হোসাইন।
হাজীগঞ্জ উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান গাজী মো. মাঈনুদ্দিন, পৌর মেয়র মাহবুব-উল আলম লিপন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হাজী জসিমউদ্দিনসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।
প্রতিবেদক:জহিরুল ইসলাম জয়, ১৭ মে ২০২২
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur