হাজীগঞ্জ

হাজীগঞ্জে ঈদের আনন্দ শোকে পরিণত হল শিশু কাউছারের পরিবারে

ঈদের আনন্দ শোকে পরিণত হয়েছে চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার বড়কুল ইউনিয়নের দক্ষিণ রায়চো গ্রামে। সোমবার বিকালে সবাই যখন ঈদের আনন্দে মশগুল তখন পাশের পুকুরে ডুবে মারা যায় দুই বছরের শিশু কাউছার।

ঈদের দিন তার মৃত্যুর সংবাদে চারদিক থেকে মানুষ তাকে এক নজর দেখার জন্য ছুটে আসে। তার মৃত্যুতে পরিবারে এখন শোকের মাতম। এলাকায় শোকের ছায়া নেমে আসে।

কাউছার হাজীগঞ্জ উপজেলার ৬নং বড়কুল ইউনিয়নের দক্ষিণ রায়চো গ্রামের প্রবাসী সোহাগ হোসেনের একমাত্র ছেলে।

স্থানীয় বাসিন্দা মো. হাছান জানান, ঈদের দিন বিকালে শিশু কাউছার হোসেনকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরে তার লাশ ভেসে পাশের পুকুরে। তাকে উদ্ধার করে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ধারণা করা হচ্ছে সবার অজান্তে শিশুটি পুকুরে পড়ে যায়।

হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সোয়েব আহমেদ জানান, শিশুটিকে হাসপাতালে আনার সময় পথেই তার মৃত্যু হয়।

হাজীগঞ্জ করেসপন্ডেট,২৬ মে ২০২০

Share