শিক্ষাঙ্গন

হাজীগঞ্জ ইছাপুরা সপ্রাবিতে লাগেনি উন্নয়নের ছোঁয়া : ব্যাহত পাঠদান

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার ইছাপুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে উন্নয়নের ছোঁয়া লাগেনি। অর্ধশত বছরের পুরোনো ও ঐতিহ্যের এ বিদ্যালয়ে একটি টিনশেড ঘর আর দ্বিতলবিহীন ভবন রয়েছে। তাও আবার নিচের তলা ব্যবহারে অনুপযোগী।

প্রতিষ্ঠানটির প্রধান শিক্ষক সুরাইয়া বেগম জানান, স্কুলের একটা সুন্দর ভবন ছাড়াও নেই ভালো শিক্ষার পরিবেশ। শিক্ষার্থীদের জন্যে বিশুদ্ধ পানি ও বাথরুমের ব্যবস্থা নেই। মাত্র ৪ জন শিক্ষক দিয়ে পরিচালিত এ স্কুলটি বর্ষা এলে ব্যবহারে অনুপযোগী হয়ে পড়ে। স্কুল সংলগ্ন দু’দিকের রাস্তা পানিতে তলিয়ে যায়। এতে দু’গ্রামের শিক্ষার্থীরা আসতে পারে না।

বর্ষা এলে স্কুল ব্যবহারে অনুপযোগী তাই দূরবর্তী প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের ভর্তি হতে হয়।

খোঁজ নিয়ে জানা যায়, বর্তমানে এ স্কুলে অন্তত ২০০ জন ছাত্র-ছাত্রী রয়েছে। কিন্তু এ সব ছাত্রছাত্রীদের অনেকেই ৫ম শ্রেণির পূর্বেই ঝরে যায়।

একটু বড় হয়ে পাড়ি জমান প্রবাসে বা দেশের অন্যান্য কাজে। ভবন আর শিক্ষক সমস্যার কারনে তারা শিক্ষার সু ব্যবস্তা পাচ্ছেন না এবং বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার মতো কর্মসূচিও আয়োজন করা সম্ভব হচ্ছে না।

প্রধান শিক্ষক ও স্কুল কমিটির সদস্যরা বলেন অনেক আগেই এসব সমস্যাগুলো সংশ্লিষ্ট বিভাগ অবগত আছেন। কিন্তু কোনো কাজ হচ্ছে না।

প্রতিবেদনটি পাঠিয়েছেন : ফজলে রাব্বি

Share