হাজীগঞ্জ অগ্রণী ব্যাংক শাখা গ্রাহক সমাবেশ ও বিদায় বরণ

অগ্রণী ব্যাংক লিমিটেড হাজীগঞ্জ শাখার সিনিয়র প্রিন্সিপাল ব্যবস্থাপক আলমগীর হোসেন ফরাজী চাঁদপুর স্টেশন রোড শাখায় বদলি ও নবাগত সিনিয়র প্রিন্সিপাল অফিসার ব্যবস্থাপক হাজীগঞ্জ শাখা যোগদান উপলক্ষে বিদায় বরণ অনুষ্ঠান ও গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষা অনুরাগী জেলার শ্রেষ্ঠ করদাতা রোটা: বাবু রুহিদাস বনিকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন অগ্রণী ব্যাংক লিমিটেড চাঁদপুর মহাব্যবস্থাপক ও অঞ্চল প্রধান মো. সাইফুল ইসলাম ভূঁইয়া।

২৬ ফেব্রুয়ারি রবিবার সন্ধ্যায় হাজীগঞ্জ পূর্ব বাজার অগ্রণী ব্যাংক শাখা কার্যালয়ে প্রিন্সিপাল অফিসার মো. আবু তাহেরের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সাবেক সভাপতি রোটা. আহসান হাবিব অরুণ, বিশিষ্ট সমাজসেবক ও ব্যবসায়ী আহসান কলিম, গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়নের চেয়ারম্যান কাজী নরুর রহমান বেলাল, অগ্রণী ব্যাংক নতুন বাজার শাখার প্রিন্সিপাল অফিসার সিরাজুল ইসলাম, সোনালী ব্যাংক হাজীগঞ্জ শাখা প্রধান মফিজুল ইসলাম ও কাজী কাউসার।

এ সময় আরো বক্তব্য রাখেন, অধ্যক্ষ আলী আশ্রাফ, শিক্ষক মেহেদী হাসান মামুন, মৎস্য ব্যবসায়ী নেপাল বাবু, বিশিষ্ট ব্যবসায়ী আ. মান্নান তালুকদার, উক্ত ব্যাংকের সিনিয়র অফিসার মো. সেলিম ভূঁইয়া, অফিসার ও নির্বাহী সদস্য মো. লোকমান হোসেন, ব্যাংকের অফিসার মো. সেলিম হোসাইন, মাঠ সহকারী শাহাদাত হোসেন প্রমুখ।

প্রতিবেদক: জহিরুল ইসলাম জয়, ২৬ ফেব্রুয়ারি ২০২৩

Share